তেলের দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে সাধুবাদ জানালো বানর সমিতির সভাপতি

৩৫১ পঠিত ... ১৬:২৬, মার্চ ০৯, ২০২২

Banor

নিয়মিত বিরতিতেই বেড়ে যাচ্ছে তেলের দাম। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ থাকলেও খুশি বানর সমাজ। এমন একটি মানবিক সিদ্ধান্ত নেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সাধুবাদও জানিয়েছেন আন্তর্জাতিক বানর সমাজ।

বানর সমিতির সভাপতি এক গেঁছো বাদরের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাই আমরা। একটা বাঁশের আগায় বসে তিনি বলেন, ‘তেলের দাম বাড়ায় এখন আর কেউ বাঁশে তেল লাগায় না। আমাদেরও আর তৈলাক্ত বাশে বেয়ে উঠার মত অমানবিক কাজটি করতে হয় না। এজন্য খুশিতে বাশের ডগায় বসে আছি। বেশ আরাম লাগতেছে। আর নামবো না।’

বাণিজ্য মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বানর সমিতির সাধারণ সম্পাদকও। তিনি বলেন, ‘বাঁশে তেল লাগিয়ে দেয়া একটা কুপ্রথা। হাজার বছর ধরে চলে আসা এক নিরব বর্ণবাদ। অপসংস্কৃতি। অত্যাচার। এই অপপ্রথার মূল উৎপাটন করার জন্যই সম্ভবত ওনারা দাম বাড়িয়েছেন। ওনাদেরকে ধন্যবাদ। এবার দেখবো, বানর টাইপ মানুষ এবার তেল খায় নাকি বাঁশে মাখে।’

এদিকে তেলের দাম বেড়ে যাওয়ার পর বেশ কিছু জায়গায় আরো ভালো চিত্র দেখা গিয়েছে বলে জানায় বানর সমিতির এক সমীক্ষা। সমীক্ষা থেকে জানা যায়, গত কয়েকদিন আগের অনেক তৈলাক্ত বাঁশ থেকে তেল ছেকে নিয়ে যাচ্ছে মানুষেরা। ওইসব দিয়ে রান্না বান্না করছে। অনেকে তেলের জন্য বাঁশের আশেপাশে থাকা বানরদেরকে বাসায় নিয়ে যাচ্ছে। এরপর তাদের গা ছেকে তেল নিয়ে আবার ছেড়ে দিচ্ছে।

তেলের দাম বাড়ায় খুশি শিক্ষার্থীরাও। এমন একজন বলেন, ‘তেলের দাম আরো বাড়ুক। এইসব ত্যালফ্যালের অংক আর ভাল্লাগে না।’

৩৫১ পঠিত ... ১৬:২৬, মার্চ ০৯, ২০২২

Top