সিলেটি ভাষা শিখতে IELTS এর আদলে চালু হচ্ছে ISLTS কোর্স

৫৩১ পঠিত ... ১৬:২২, জানুয়ারি ৩১, ২০২২

Sylhet-er-vasha

লেখা: মোহাম্মদ ইমাম হোসেন

সিলেটি ভাষা শিখতে IELTS এর আদলে চালু হচ্ছে ISLTS কোর্স। এমন তথ্যই নিশ্চিত করেছে 'ভাষা উন্নয়ন কর্তৃপক্ষ'। নাম প্রকাশ না করার শর্তে ভাষা উন্নয়ন কর্তৃপক্ষের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, যারা 'খচু' কে কচু উচ্চারণ করেন, এবং সিলেটে যেয়ে যেখানে সেখানে পুরির অর্ডার দেন, তাদের জন্য এটা খুবই দরকারি একটি কোর্স। এছাড়াও সিলেটি পুরিদের সাথে প্রেমের ক্ষেত্রেও পারিবারিকভাবে এই কোর্স বিশেষ সুবিধা দেবে বলে তিনি মনে করেন।      

বিভিন্ন অসমর্থিত সুত্রে জানা গিয়েছে, IELTS ছাড়া লন্ডনে যাবার ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা পালন করবে। মাত্র একটি কোর্স সম্পূর্ণ করে লন্ডন প্রবাসী সিলেটি বাংলাদেশীদের কাছে বিয়ের সিভির সাথে এক কপি সত্যায়িত কোর্স কমপ্লিট সার্টিফিকেট অ্যাটাস্টেড করলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে খেয়াল করে একটা সিলেটি মেয়েকে বা ছেলেকে বিয়ে করতে পারলে ভিসা পাওয়া আরো সহজতর হবে।  

এদিকে এই খবর ছড়িয়ে পড়লে এর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বৃহত্তর নোয়াখালী ভাষা রক্ষা পরিষদ। তারা বলেন,  ‘এগাইন করি নোয়াখাইল্লা ভাষা হুমকির মুখে ফইড়বো। আঁরার ব্যাক পোলাপাইন গুন বিয়া করার লাই ছিলেটি ভাষার চর্চা কইরবো, হেইডা আঙ্গো লাগি হুমকির।’     

অন্যদিকে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এটিকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে,  এখন নয়া দামানের চেয়েও কঠিক বাক্য ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, কোনটা তেরা আর কোনটা তারা এটা শিল্পীরা ঠিকঠাক বুঝতে পারবে।

এখনও অফিসিয়াল ঘোষণা না আসায় এর স্ট্যান্ডার্ড স্কেল কতো হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এই সব কিছু নিয়ে দ্রুত সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন জাতীয় ভাষা উন্নয়ন কর্তৃপক্ষ।

৫৩১ পঠিত ... ১৬:২২, জানুয়ারি ৩১, ২০২২

Top