রবীন্দ্রনাথের প্রতি অপূর্ব ভালোবাসা নিদর্শন মুরগীদের

৪৮৭ পঠিত ... ১৭:৩৪, নভেম্বর ১৭, ২০২১

robi-murgi

শুধু সাহিত্যেপ্রেমী মানুষ না, রবীন্দ্রনাথ পৌঁছে গেছেন মোরগ-মুরগিদের হৃদয়েও৷ রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তাঁর একটি গান নিয়ে টিকটক করেছেন এক হেনদম্পতি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে eআরকি৷ ব্যাকগ্রাউন্ডে 'ভেঙ্গে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে' গানটি বাজতে থাকা ভিডিওটিতে দেখা যায়, একটি মোরগ একটি খোয়াড়ের পাশে এদিক সেদিক উদ্বাস্তুর মত ঘুরে বেড়াচ্ছে। এক পর্যায়ে খোয়াড়ের উপরে উঠে মুরগটি খোয়াড়ের দরজা থেকে চাবি সদৃশ একটি কাঠি বের করলে খোয়াড় থেকে একটি যুবতি মুরগী বের হয়ে আসে৷ এরপর তারা দুজনে। পাশাপাশি হেঁটে চলে যায়।

ভিডিওটি পর্যালোচনা করে রবীন্দ্রনাথের প্রতি এই যুগলের ভালোবাসার নিদর্শনই লক্ষ্য করা যায়৷ বিষয়টি অকপটে স্বীকারও করে নেনে এই সম্মানিত কাপল৷ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুরগটি বলেন, 'এটা একটা টিকটক ভিডিও। যেটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।'

কেমন সত্য ঘটনা জানতে চাইলে মোরগটি বলেন, 'আমার পাশের বাড়ির মুরগী সুরাইয়ার সাথে আমার দীর্ঘদিনের প্রেম। কিন্তু আমাদের প্রেমের বিষয়টি জানতে পেরে সুরাইয়ার মালিক চৌধুরী সাহেব ওকে খোয়াড়ে বন্দি করে রাখে। এদিকে সুরাইয়ার বিরহে নাওয়া-খাওয়া বন্ধ করে আমার প্রায় যায়যায় অবস্থা। এমনই একদিনে আমার মালিক ভেঙ্গে মোর ঘরের চাবি গানটি চালিয়ে দেয়৷ যা শুনে নিজের ভেতর একটা বিদ্রোহী সত্ত্বাকে আবিষ্কার করি আমি৷ এরপর গিয়ে সুরাইয়াকে মুক্ত করি৷ এই ঘটনা জানার পর বলিউড নির্মাতা সৃজিত মুখার্জি আমাদেরকে বেশ জোরেসোরে ধরে টিকটক ভিডিওটি বানিয়ে নেয়।'

সুরাইয়া নিজেও বিষয়টি সম্পর্কে আমাদের জানান। তিনি বলেন, 'দীর্ঘদিন বন্দি ছিলাম। কী করবো বুঝে উঠতে পারছিলাম না। আমার মারুফ এসে আমাকে উদ্ধার করলো। পরে শুনি রবীন্দ্রনাথের গান শুনেই নাকি ও এমন সাহস পাইছে। আই লাভ মারুফ৷ আই লাভ রবীন্দ্রনাথ।' কথা শেষে করে দুজনের উদ্দেশ্যে তিনি দুটো ফ্লাইং কিস ছুড়ে দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিখ্যাত মোরগ-মুরগী দম্পতি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ সেখানে বরফের উপর কারণ জোহরের পরিচালনায় আরো একটি টিকটক ভিডিওতে অংশগ্রহণ করবেন তারা৷

৪৮৭ পঠিত ... ১৭:৩৪, নভেম্বর ১৭, ২০২১

Top