বাজারে আসছে স্মার্ট মঞ্চ, থাকছে লোড সেন্সর

৩৫৮ পঠিত ... ১৬:৫১, জানুয়ারি ০৭, ২০২৩

বাজারে-আসছে-স্মার্ট-মঞ্চ,-থাকছে-ওয়েট-কন্ট্রোলার

হুটহাট মঞ্চ ভেঙ্গে পড়া ঠেকাতে বাজারে আসছে স্মার্ট মঞ্চ। বিশেষ প্রযুক্তিতে তৈরি এই মঞ্চে থাকবে লোড সেন্সর। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী উঠলেই সিগন্যাল দিবে মঞ্চ। ঘটবে না দুর্ঘটনা।

সম্প্রতি এমনই এক অত্যাধুনিক প্রযুক্তি মঞ্চ বাজারে এনেছে টেসলা। রাজনৈতিক সমাবেশে মঞ্চের ভেঙ্গে পড়া রোধে টেসলার এই প্রযুক্তিকে বলা হচ্ছে একুশ শতকের প্রযুক্তি বিপ্লব।

টেসলার এই মঞ্চে থাকবে নানান ফিচার। অতিরিক্ত নেতা উঠলে সিগন্যালের পাশাপাশি ১০ সেকেন্ডে না নামলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই নেতাকে মঞ্চ থেকে ধপাস করে নিচে ফেলে দিবে এই ডিজিটাল মঞ্চ।

এই প্রযুক্তিগত মঞ্চ নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তবে সহসভাপতিদের সংগঠন থেকে এক সহসভাপতি কিছুটা অনুরোধের সুরে বলেন, ‘খুবই ভালো প্রযুক্তি। কিন্তু ধপাস করে ফেলে দেয়ার বদলে একটু পাজাকোলা করে নামানোর সিস্টেম করা যায় না। যত যাই হোক, মানইজ্জত বলে তো একটা কথা আছে।‘

এদিকে স্মার্ট মঞ্চের পাশাপাশি ইলন মাস্কের কাছে স্মার্ট চেয়ারও চেয়েছেন ডেকোরেশন ব্যবসায়ীরা। এমনই এক ব্যবসায়ী বলেন, ‘সমাবেশে ওরা চেয়ার দিয়ে মারামারি করে আমাদের চেয়ার ভেঙ্গে ফেলে। এমন একটা প্রযুক্তি বানান যাতে, মারামারির জন্য চেয়ার তুললে ওগেরে টুটটুট করে দিবে।‘

৩৫৮ পঠিত ... ১৬:৫১, জানুয়ারি ০৭, ২০২৩

Top