'নন-ভায়োলেন্স ডে' বয়কট করলো ব্রাহ্মণবাড়িয়াবাসী

১৬৩ পঠিত ... ১৮:২৭, অক্টোবর ০২, ২০২১

non violance b baria

আজ বিশ্ব নন-ভায়োলেন্স ডে বা অহিংস দিবস। মতাত্মা গান্ধির অহিংস আন্দোলনের উপর ভিত্তি করেই সারাবিশ্বে এই দিবসটি পালিত হয়৷ কিন্তু সম্প্রতি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষ দিবসটিকে বয়কট করেছে বলে জানা যায়৷ জীবন মানে যুদ্ধ মতাদর্শে বিশ্বাসী এই অঞ্চলের মানুষ এই দিবসটিকে বানোয়াট, হুজুগে ও মানব সভ্যতার জন্য লজ্জা বলে আখ্যায়ীত করেছে৷

ডানহাতে ট্যাঁটা ও বাম হাতে বল্লম নিয়ে এক ব্রাহ্মণবাড়িয়াবাসী বলেন, 'প্রতিটি মানুষের অন্তরেই একজন সহিংস মানুষ লুকিয়ে থাকে৷ এই ধরণের ফালতু বানোয়াট দিবস দিয়ে সেই সহিংস মানুষটিকে অস্বীকার করা আমরা মানবো না৷ সবার অন্তরের সেই সহিংস মানুষেরও রয়েছে হাসি আনন্দে বেঁচে থাকার অধিকার৷ যারা এই ধরণের দিবস নিয়ে প্রচারণা চালাতে হবে আসবে তাদের শরীর আমার বল্লম।'

ব্রাহ্মণবাড়িয়ার অন্য এক বাসিন্দা বলেন, 'জীবন মানেই ট্যাঁটা বল্লম। জীবনে যদি যুদ্ধই না থাকে তাহলে জীবনের থ্রিল বলে তো কিছু থাকলো না। এই জীবন রেখেই না কী লাভ!'

মহাত্মা গান্ধীর উপর রেগে গিয়ে একজন বলেন, 'কিয়ের অহিংস মহিংস বানাইছে! সহিংসের থ্রিলের হেয় কী বুঝবে! গায়ে নাই এক ফোঁটা জোর। ট্যাঁটা বল্লমের ভারই বইতে পারবে না৷ সুভাষের লগে হের ঝামেলা তো এমনি এমনি লাগে নাই!'

এই সময়ে অহিংস দিবস উপলক্ষ্যে একটি সংঘর্ষের ঘোষণা দেয়নি ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতাই জীবন নামের একটি সংগঠন৷ জানা যায়, এই কর্মসূচির আওতায় এক গ্রুপ অহিংস দিবসের পক্ষে থাকবে অন্য গ্রুপকে বিপক্ষে রেখে সংঘর্ষ শুরু হবে৷

১৬৩ পঠিত ... ১৮:২৭, অক্টোবর ০২, ২০২১

Top