মুশফিককে নিউজিল্যান্ড দলেও কিপার হিসেবে দুই ম্যাচ খেলাতে চান রাসেল ডোমিঙ্গো

৩১০ পঠিত ... ২২:০৪, আগস্ট ৩০, ২০২১

mushfiq nz domingo (1)

কিপিং এবং মুশফিক যেন বাংলাদেশ ক্রিকেটের শিরি-ফরহাদ। নানান সময়ে নানান সমালোচনা, নানাবিধ পরিকল্পনার পরই কিপিং এর প্রতি এক অলৌকিক টান অনুভব করেন মুশফিক। অস্ট্রেলিয়ার সাথে গেলো টি-টোয়েন্টি সিরিজের পর সোহানের কিপিং সবার নজর কাড়লেও বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো হাজির হয়েছেন অদ্ভুত এক পদ্ধতি নিয়ে৷ জানা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচ কিপিং করবেন মুশফিক৷ এরপর পারফর্মেন্সের ভিত্তিতে পঞ্চম ম্যাচে দলের সেরা কিপার বেছে নেয়া হবে।

যদিও eআরকির হাতে আসা এক সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে জানা গেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্য মতে, মুশফিককে নিউজিল্যান্ড দলের কিপার হিসেবেও দুটো ম্যাচ খেলাতে চান রাসেল ডোমিঙ্গো৷ মুশফিকের কিপিং দক্ষতা ও বাংলাদেশ দলের সেরা কিপিং বাছাইয়ে এমন সিদ্ধন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলতে গেলে নিজের ফেক একাউন্ট থেকে রাসেল ডোমিঙ্গো বলেন, 'একজন ভালো কিপার বিপক্ষ দলের হয়ে খেলেও ম্যাচ জেতাতে পারে। যে দক্ষতাটি আমরা মুশফিকের মাঝে আগেও দেখেছি। কিন্তু বাংলাদেশ দলের ক্ষেত্রে বিষয়টি কখনো পরীক্ষা করে দেখা হয়নি। এই সিরিজে আমরা পরীক্ষা করে দেখতে চাই, নিউজিল্যান্ড দলের হয়ে কিপিং করে মুশফিক ম্যাচ কতটা আমাদের পক্ষে রাখতে পারে। আশা করি, মুশফিক আমাদের হতাশ করবে না।'

তবে বিসিবির এক কর্মকর্তা অন্য একটি ফেক সূত্র থেকে সোহানকেও নিউজিল্যান্ড দলের হয়ে এক ম্যাচ কিপিং করানোর পরামর্শ দেন৷ তিনি বলেন, 'মুশফিক সিনিয়র ক্রিকেটার, সে একা কেন পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়া যাবে! এমন পরীক্ষানিরীক্ষায় সোহানকেও অ্যাড করা হোক।'

এদিকে এমন সিদ্ধান্তের পর হতাশা ছড়িয়ে পড়েছে নিউজিল্যান্ড দলের কিপারদের মধ্যে। হতাশায় মুষড়ে পড়া একজন বলেন, 'মুশফিক ভাইয়ের উইকেট কিপিংয়ের প্রতি যে ভালোবাসা, কিপিং গ্লাভস একবার হাতে নেওয়ার পর আমরা আর সেটা ফেরত পাবো না কী না কে জানে!'

৩১০ পঠিত ... ২২:০৪, আগস্ট ৩০, ২০২১

Top