আমরা ক্ষমতায় আসলে পদ্মাসেতুর পাশেই পিলারহীন আরেকটি পদ্মাসেতু বানাবো: মির্জা ফখরুল

৭৩৬ পঠিত ... ১৬:৪৫, আগস্ট ১০, ২০২১

no piller poddashetu

মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারো পদ্মাসেতুর পিলারে ধাক্কা খেলো ফেরি৷ এবার পদ্মাসেতুর ১০ নাম্বার পিলারে ধাক্কা লেগে 'রো রো' নামক ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মাসেতুতে এভাবে ফেরির ধাক্কা লাগা রোধে এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা না গেলেও থেমে নেই বিএনপি। ইতোমধ্যে পদ্মাসেতু ও ফেরির ধাক্কা রোধে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন দলটি।

নিজের ভ্যারিফায়েড একটি ফেক আইডি থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাধান হিসেবে পদ্মাসেতুর পাশেই পিলারবিহীন আরো একটি পদ্মাসেতু বানানোর ভাবনার কথা জানান। তিনি বলেন, 'নদীর উপর পিলার রাখাই তো একটা বিরাট ম্যানুফেকচারিং ফল্ট। এই সরকারের পরিকল্পনাহীনতার একটি বিরাট নিদর্শন এই পিলার। পিলার থাকলে ফেরি তো ধাক্কা খাবেই, জানা কথা। সেজন্য আমরা ক্ষমতায় আসলে পিলারবিহীন আরো একটি পদ্মাসেতু বানানোর পরিকল্পনা হাতে নিয়েছি।'

আওয়ামী লীগের মত ভুল তারা করবে না জানিয়ে ঈদের পর আন্দোলনের জনক খ্যাত এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, 'আরেকটা পদ্মাসেতু বানানোর ভাবনা আমাদের আগেই ছিলো। এখন জাস্ট ফেরির ধাক্কা খাওয়া দেখে পরিকল্পনা থেকে পিলার বাদ দিলাম।'

ফেরির মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, 'কথা দিচ্ছি, আমরা ক্ষমতায় আসলে কোনো ধাক্কাধাক্কি হবে না। চোখ বন্ধ করে ফেরি চালাবেন।'

আগামী ঈদের পর এই পিলারহীন সেতুর ব্লুপ্রিন্ট প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

৭৩৬ পঠিত ... ১৬:৪৫, আগস্ট ১০, ২০২১

Top