করোনা টেস্ট করাতে গিয়ে নাবিস্কো মোড় থেকে ফিরে এলেন মগবাজারের খালেদ

৩৮৫ পঠিত ... ১৪:২৫, জুন ০১, ২০২১

Nabisco

বেশ কয়েকদিন ধরেই করোনার নানাবিধ লক্ষণে ভুগছেন মগবাজারের খালেদ। হাঁচি, কাশিতে একাকার অবস্থা হলেও স্বাদ ও গন্ধ অনুভূতি হারানোর আগ পর্যন্ত টেস্ট করানোর ভাবনা মনে আসেনি তার। কিন্তু শেষমেষ স্বাদ ও গন্ধ না পেলে তিনি আইইডিসিআরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নাবিস্কো মোড়ে বিস্কুটের গন্ধে নাক জ্যাম হয়ে গেলে তিনি নাবিস্কো মোড় থেকেই ফিরে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে খালেদ বলেন, ‘মগবাজার মোড় থেকেই অল্প অল্প বিস্কুটের গন্ধ নাকে আসতে শুরু করে। নাবিস্কো মোড়ে গিয়ে যখন নাক জ্যাম হয়ে আসে তখনই আমি বুঝতে পারি আমার করোনা টরোনা হয় নাই। হইলে ও ভালো হয়ে গেছে। কিংবা আমি পরহেজগার বান্দা বুঝতে পেরে করোনা পালিয়ে যায়।‘

যদিও বাসায় এসে আবারো গন্ধ না পেলে খালেদ কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। কিন্তু দ্বিতীয় দফা নাবিস্কো মোড়ে গিয়ে আবারো নিজের ভুল বুঝতে পারেন তিনি।

খালেদের বিষয়ে কথা বলতে গেলে নীলক্ষেত থেকে পাশ করা এক অলস ডাক্তার বলেন, ‘খালেদ ঠিক কাজই করেছে। হুদাই স্যাম্পল ট্যাম্পল নিয়ে দৌঁড়াদৌড়ি করে কী লাভ। নাবিস্কো মোড়ই করোনার আসল পিসিআর মেশিন। এখন নিজেকে নেগেটিভ ভেবে আমাদেরকে টেস্টের হাজার খানেক টাকা দিয়ে দিলেই ওনাকে একটা করোনা নেগেটিভ রিপোর্ট দিয়ে দিবো।'

তবে অন্য এক ডাক্তার বলেন, ‘গন্ধ পেলেও যদি অন্যান্য লক্ষণ থাকে তাহলেও করোনা টেস্ট করিয়ে সঠিক পরামর্শ মেনে চলা উচিত। এক ভূয়া গবেষণায় দেখা গেছে, করোনা নিজেও নাবিস্কো মোড়ে গিয়ে নিজেকে বেশ কয়েকবার করোনা নেগেটিভ মনে করেছিলো।

৩৮৫ পঠিত ... ১৪:২৫, জুন ০১, ২০২১

Top