পাসপোর্টে নেই 'এক্সেপ্ট ইসরায়েল', ট্যাঁট্যা-বল্লম নিয়ে তেল আবিবের দিকে এগোচ্ছে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১২৭২ পঠিত ... ১৭:১০, মে ২৪, ২০২১

b-baria-israel

এতদিন বাংলাদেশি পারপোর্ট ব্যবহার করে কেউ ইসরায়েলে যেতে পারতো না। সম্প্রতি পাসপোর্ট থেকে 'এক্সেপ্ট ইসরাইল' লেখাটা উঠে যাওয়ায় বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ইসরাইল ভ্রমণ করা যাবে। এমন খবরে নতুন ডিজাইনের কিছু ট্যাঁটা বল্লম নিয়ে ইসরাইলের রাজধানী তেল আবিবের দিকে রওনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসী।

দলটির নেতৃত্ব দেয়া ব্রাহ্মণবাড়িয়ার পাসপোর্টবিহীন এক ট্যাঁটা সৈনিক বলেন, 'এতদিন পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল লেখা থাকায় ওদেরকে যাইয়া সাইজ করতে পারি না। এবার ওদের খবরই আছে।' ইসরাইলের আধুনিক যুদ্ধ কৌশলের সাথে ট্যাঁটা বল্লম নিয়ে কতটুকু সুবিধা করা যাবে সে বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার এই কাফেলার সেনা প্রধান বলেন, 'শুনেছি ওদের নাকি আয়রন ডোম আছে। ওইটা রকেট ধইরা ধইরা আকাশেই ওইগুলারে ধ্বংস কইরা দেই। আমাদের ট্যাঁটা বল্লমকে ওরা ধরতে পারবে না। ওদেরকে মোকাবেলা করার জন্য ট্যাঁটা বল্লমই মোক্ষম জিনিস। ডিরেক্ট হান্দাইয়া দিমু।'

এমন একটা সুযোগের জন্যই দীর্ঘদিন অপেক্ষা করছেন বলেও জানান অন্য একজন। নতুন করে পাসপোর্ট বানাতে দেয়া এই সৈনিক বলেন, 'ওরাও যুদ্ধপ্রিয় জাতি আমরাও যুদ্ধপ্রিয় জাতি। খেলাটা একদম সমানে সমানে হবে। যাকে বলে সেয়ানে সেয়ানে টক্কর। দেশের এই জেলা ওইজেলা নিজেদের ওই গ্রাম এই গ্রাম মারামারি কইরা বিরক্ত হইয়া গেছিগা। এবার খেলা হবে আন্তর্জাতিক মাঠে। এরপরের টার্গেট এলিয়েন।'

তেল আবিবের দিকে ব্রাহ্মণবাড়িয়াবাসী এই অভিযানে কিছুটা ভীত সন্ত্রস্ত দেখা গেছে ইসরাইল কর্তৃপক্ষকে। জানা যায়, তারা অতিদ্রুত ইসরাইলি পাসপোর্টে এক্সেপ্ট ব্রাহ্মণবাড়িয়া যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

১২৭২ পঠিত ... ১৭:১০, মে ২৪, ২০২১

Top