উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রথম ট্রায়াল, মিরপুরের ঘরে ঘরে ঈদের আনন্দ

১৫৯০ পঠিত ... ১৫:১৬, মে ১১, ২০২১

uttara-metrorail,-mirpur-anondo

প্রথমবারের মত ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো মেট্রোরেল। ১১ মে মঙ্গলবার উত্তরার দিয়াবাড়িতে ঘন্টায় ৫ কি.মি. গতিতে ওয়ার্কশপ থেকে আনলোডিং জোন পর্যন্ত আনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভার্চুয়ালি এ ট্রায়ালে অংশ নেন এবং বলেন, 'মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব।'

এই ঘটনার পর থেকে ঈদের দুদিন আগ থেকেই ঈদের আনন্দ মিরপুরের ঘরে ঘরে। সৌদি আরব আর চাঁদ দেখা কমিটির তোয়াক্কা না করেই তারা ঈদের আনন্দে ভাসছেন।

মিরপুর ১২, কালশী, পল্লবী দিয়ে রেগুলার যাতায়াত করা সালমান জানান, 'ভাই এত ধুলায় থাইকা মনেই হইতো আমরা ম্যাডম্যাক্স সিনেমায় আছি। আমরা দম টানলে ধুলা, ছাড়লে ধুলা, হাগলে ধুলা। মানে ধুলার ডেপথটা বুঝতাছেন? এখন রেলের ট্রায়াল হইছে এইটা দেইখাই খুশি। কোলাকুলি করেন মিয়া... (এ পর্যায়ে তিনি কনসেন্ট ছাড়াই আমাদের সঙবাদ সংগ্রাহকের সাথে কোলাকুলি করেন)।

metrorail trial

রূপনগর, সাড়ে এগারো থেকে দুয়ারিপাড়া, এই এলাকায় নিয়মিত যাতায়াত করা ছাত্তার জানান তাদের বৃষ্টির সময়কার কথা। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, 'গর্তগুলা বৃষ্টির পানি দিয়া ভইরা থাকতো, নইলে কাঁদা হাটু পর্যন্ত। যতবার এইসব রাস্তার গর্তে পরছি মাজার হাড্ডি এখনো জোৎস্না রাইতে ব্যাথায় চিরিক দিয়া ওঠে। আজ ট্রায়াল হইলো, অর্ধেক ব্যথা শেষ।'

এরপর তিনি তুমুল গর্ব নিয়ে 'আইস, মেট্রোরেল হওয়ার পর মিরপুর আহিস...' বলে নিজের অন্য এলাকার বন্ধুদের গায়েবী থ্রেট দেন।

ক্যামেরা আর মাইক্রোফোন দেখেই হাউমাউ করে কেঁদে এগিয়ে আসেন মিরপুর গোলচত্বরের 'টাচ এন্ড টেক ফ্যাশন' এর মালিক রতন শেখ। তিনি বলেন 'দোকানে বেচাকিনি হইতে সেনপাড়া মনিপুর দিয়াও সাইনবোর্ড দিছি যে ৭৫ পার্সেন্ট ছাড়। তাতেও লাভ হয় নাই, মেট্রোরেলের পিলারের কারণে সাইনবোর্ড তো দেহাই যায় না! বিজনেস শ্যাষ হয়া গেলো এই রাস্তার কারণে। ট্রায়ালের ভিডিওডা দেইখা আমার মুখ দিয়া কথা আসতেছে না শুধু বুক ফাইটা কান্দন আসতেছে...'

এ সময় তিনি মুখ হাত দিয়ে মুছে সেই হাত দিয়ে আমাদের সঙবাদদাতাকে ধরতে আসলে তিনি জান হাতে নিয়ে পালান!

১৫৯০ পঠিত ... ১৫:১৬, মে ১১, ২০২১

Top