পূজার পর কঠোর আন্দোলনের ঘোষণা বিজেপির

৫৬৬ পঠিত ... ১৪:০৫, মে ০৩, ২০২১

pujar-por-bjp

কলকাতার রাজ্য সরকার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি। পরাজিত হলেও বসে নেই তারা। প্রতিবেশি দেশের বিরোধীদলের কাজ থেকে নেয়া কৌশল অবলম্বনে পূজার পর কঠোর আন্দোলনের ডাক দিয়েছে দলটি।

কলকাতার বিজেপি মিডিয়া সেন্টার খালি হলেও দলবল নিয়ে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয় বিজেপি নেতাকর্মীরা। সেখান থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোদীর কুশপুত্তলিকা জানায়, 'এই নির্বাচন প্রহসনের নির্বাচন, ভোট চুরির নির্বাচন। এই অবৈধ সরকারকে কলকাতার জনগণ প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পূজার পরই কঠোর আন্দোলনে যাবো আমরা।'

এই কঠিন সময়ে অর্জিত অভিজ্ঞতা নিয়ে বিএনপিকে পাশে দাঁড়ানোর অনুরোধও জানায় দলটি। কোন পূজা জানতে চাইলে কুশপুত্তলিকাটি জানায়, 'সেটি রুহুল কবির রিজভী সাহেব ঈদের পরে জানিয়ে দিবে। উনি এখন কার্যালয়ের ভেতরে ট্রাম্প সাহেবের সাথে বড়দিনের পর আন্দোলনের বিষয়ে আলাপে ব্যস্ত।'

বিজেপি কলকাতা শাখা, আমেরিকান রিপাবলিকান পার্টি ও বিএনপি মিলে একটি সর্বদেশীয় আন্দোলন কমিটি গঠনের ঘোষণাও আসে সমাবেশটি থেকে। যেখানে কেউ হারবে সেখানেই আন্দোলনের ডাক দেয়ার কথা জানিয়ে বলা হয়, 'পরাজিতদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সারাবিশ্বকে জানিয়ে দিতে চাই, ঈদ হোক পূজা হোক কিংবা বড়দিন, আন্দোলন আসবেই।'

৫৬৬ পঠিত ... ১৪:০৫, মে ০৩, ২০২১

Top