মিরপুর গিয়ে পথ হারিয়ে ফেললো সৌদি থেকে বাংলাদেশে আসা উট

৫৪৩ পঠিত ... ১৪:১৫, মে ০২, ২০২১

mirpur-ut

তীব্র গরমের সন্ধানে সুদূর সৌদি থেকে হেঁটে বাংলাদেশে চলে এসেছিলো একটি অতিথি। কিন্তু শেষমিষ মিরপুর জয় করতে পারলো না এই মেধাবী উটটি। জানা যায়, মিরপুরে প্রবেশ করেই মেট্রোরেলের ধুলাবালিতে পথ হারিয়ে ফেলে উটটি। উটটির মালিক সৌদি থেকে জানায়, সর্বশেষ কাজিপাড়া মেট্রোরেকের ১৫ নং পিলার থেকে নিজের অবস্থানের আপডেট দিয়েছিলো এই দিশেহারা উট।

camel metrorail-min

উটের মালিকের সাথে কথা বললে সৌদি থেকে তিনি জানান, 'উট সমাজের ইবনে বতুতা আমার এই উট। এর আগে জর্ডান, ফিলিস্তিন, জর্জিয়া, ইরাক, ইরান পর্যন্ত ঘুরে সে ঘরে চলে এসেছে পথ হারায়নি। সে আশায় ঢাকা গিয়েছে। কিন্তু মিরপুর গিয়ে মেট্রোরেলের ধুলাবালির গোলক ধাঁধাঁ থেকে আর বের হতে পারে নাই।'

ঢাকা আসার আগে উটটিকে মিরপুর এড়িয়ে চলার পরামর্শ দিলেও সে তা শোনেনি বলে জানায় তার মালিক।

camel dhaka

ইবনে বতুতা উটটি নিজের সর্বশেষ অবস্থান থেকে একটি মেসেজ দেয়। সেখানে সে জানায়, 'মেট্রোরেল দেখার লোভ সামলাইতে পারি নাই। সেজন্য চইলা আসছি। এখন যেন কই আছি বুঝতে পারছি না। ধুলা থেকে বের হলে আবার ধুলায় গিয়ে পড়ছি। এরপর আবার ধুলা। সারা গায়ে এত পরিমাণ ধুলা জমেছে নিজেকে ধুলাভাই ধুলাভাই মনে হচ্ছে।'

শেষ খবর পাওয়া পর্যন্ত উটটিকে মিরপুর সাড়ে ১১র বালুর মাঠে জাবর কাটতে দেখা গেছে।

৫৪৩ পঠিত ... ১৪:১৫, মে ০২, ২০২১

Top