মেট্রোরেলের প্রলোভনে ফিরতে শুরু করেছেন মিরপুরের প্রাক্তনেরা

৪৩০ পঠিত ... ১৫:৫৩, আগস্ট ২৬, ২০২১

মিরপুরের অলিতে-গলিতে যেন ফিরে এসেছে বসন্তের আনন্দ। ১০ নাম্বার, কাজি পাড়া, শেওড়াপাড়া এমনকি মাজার রোডের বাসাগুলোর পুরোনো বাসিন্দারাও হাজির হচ্ছেন। eআরকির প্রতিবেদক আতিক হাসান জানালেন, মেট্রোরেলের কাজের অগ্রগতির সাথে সাথেই ফিরে আসতে শুরু করেছে মিরপুরের প্রাক্তনরা৷

Metro-rail-er-prolovone

৩ বছর আগে মিরপুর ছেড়ে গুলশানে গিয়ে উঠেছিলেন রাকিব হায়দার। ৩ বছর পর এই মাসেই মিরপুর ১০ নাম্বার মেট্রোরেলের পাদদেশে নিয়েছেন নতুন বাসা। নিজের নাম পাল্টে রেখেছেন রাকিব হায়দার মিরপুরি। মেট্রোরেলের একটা পিলারে চুমু খেয়ে তিনি বলেন, 'যেখানেই যাই, যৌবনের প্রথম প্রেম মিরপুর। আজ হোক কাল হোক, এখানে ফিরে আসতেই হতো। তাই চলে এলাম।'

প্রাক্তনদের পাশাপাশি অনেক অনুপ্রবেশকারীও নিজেদেরকে মিরপুরের প্রাক্তন বলে পরিচয় দিচ্ছেন বলে জানা যায়। উত্তরার জামশেদ নামের একজনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে৷ কখনো মিরপুরের নাম না শোনা এই ব্যক্তি নিজেকে আজন্ম মিরপুরিয়ান বলে দাবি করেছেন। এমন ভূয়া প্রাক্তনদের অনুপ্রবেশ ঠেকাতে মিরপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন অরিজিনাল দশে বসবাসরত মিরপুরের কয়েকজন অরিজিন্যাল প্রাক্তন।

মিরপুরের প্রাক্তনদের পাশাপাশি মিরপুর অঞ্চলের প্রেমিকা-প্রেমিকাদের প্রাক্তনরাও ঝাঁকে ঝাঁকে লাভ রোড, স্টেডিয়াম, বোটানিক্যাল গার্ডেন, কালশীতে এসে বসে অপেক্ষায় বসে আছেন। ধারণা করা হয়, মেট্রোরেলে করে দ্রুত ডেটে আসা যাবে এই চিন্তায় কারো কারো এক বা একাধিক প্রাক্তন ফিরে আসার খবর পাওয়া গেছে। এমনই একজন ফয়সাল। ৫ জন প্রাক্তন চলতি সপ্তাহে একসাথে তার বাসার সামনে হানা দেয়। ফয়সালকে পাবার শর্তে ৫ জন মিলেমিশে প্রেম করার শর্তেও রাজি হয়ে যায়৷ এ বিষয়ে ফয়সালের সিনিয়র প্রাক্তন জান্নাত বলেন, 'ফয়সাল মিরপুরের প্রেমিক। ৫টা কেন ও ১০টা প্রাক্তনের সাথেও সমান তালে ডেট করার ক্ষমতা রাখে। মেট্রোরেল তাকে এই সম্মান ফিরিয়ে দিয়েছে৷'

স্বপ্নের মেট্রোরেল একদিন মিরপুরের হারানো সম্মান ফিরিয়ে দেবে, এমনটাই বিশ্বাস করতেন জ্যাম আর ধুলাবালি কামড়ে মিরপুরে পড়ে থাকা অনেকে। সে বিশ্বাসেরই পূর্বাবাস যেন প্রাক্তনদের ফিরে আসা৷

৪৩০ পঠিত ... ১৫:৫৩, আগস্ট ২৬, ২০২১

Top