বাংলাদেশ থেকে কেউ সুপারলিগে অংশগ্রহণ করবে না, সাফ জানিয়ে দিলেন সালাউদ্দিন ।। স্যাটায়ার

২১০৭ পঠিত ... ১২:২৮, এপ্রিল ২১, ২০২১

Salahuddin
ইউরোপিয়ান সুপারলিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে (এখন আবার ভেগেও গেছে) ইউরোপ ও ইংল্যান্ডের ১২টি বড় ক্লাব। যাকে ফুটবলের আইপিএল বলে আখ্যায়িত করছেন অনেকে। এতে ফুটবলের সামগ্রিক ক্ষতি হবে বলে ধারণা করছেন অনেকে। ফলে শুরু থেকেই ফিফা ও উয়েফা এই টুর্নামেন্টের বিরোধিতা করে আসছে।

ফুটবলের এমন দুঃসময়ে ফিফা ও উয়েফার কাঁধে হাত রেখে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন। পাশে দাঁড়ানোর প্রয়াসে পরিষ্কার ভাষায় নিজের একটি ফেক আইডি থেকে তিনি জানান, 'বাংলাদেশ থেকে কোন ক্লাব কুচক্রি ইউরোপিয়ান সুপারলিগে অংশ গ্রহণ করবে না।' উল্লেখ, বক্তব্যটি দেয়ার আগে বক্তব্যটিকে লাইফবয় সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছেন তিনি।

ফেক আইডি থেকে তিনি বলেন, 'আমি সবসময় ফুটবলের উন্নয়নে কাজ করেছি। ফুটবলের কোন ক্ষতিসাধন আমি কখনোই চাইতে পারি না। ফুটবলের স্বার্থে নিজের সর্বস্ব বিলিয়ে দিতেও আমি প্রস্তুত।'

সুপারলিগ আয়োজকদের প্রতি সরাসরি সুন্দরবনের বাঘের মুখ থেকে রেকর্ড করা একটি হুংকার দিয়ে তিনি বলেন, 'বিদ্রোহ করে এমন সিদ্ধান্ত নিতে যাওয়াদেরকে শক্ত হাতে দমন করা হবে। বিদ্রোহী গোলকিপারদের কালো হাত ও অন্যান্যদের কালো পা গুড়িয়ে দেয়া হবে। এরপর দেখবো তারা কীভাবে ফুটবল খেলে।'

ফিফা ও উয়েফাকে বুকে সাহস রাখার পরামর্শও দেন তিনি। তিনি বলেন, 'আপনারা ভয় পাবেন না, এগিয়ে যান। বাফুফের অপ্রতিদ্বন্দ্বী সভাপতি হিসেবে পাশে তো আমি আছিই।'

বিদ্রোহী ক্লাবগুলো যদি ফিফা ও উয়েফাকে খেলার জন্য স্টেডিয়ামও না দেয় সেক্ষেত্রেও সমস্যা দেখছেন না সালাউদ্দিন। তিনি বলেন, 'ওদেরকে নিষিদ্ধ করে দেন। স্টেডিয়াম না দিলে আমাদের কর্দমাক্ত স্টেডিয়াম আছে। সব খেলা এখানেই হবে।'

২১০৭ পঠিত ... ১২:২৮, এপ্রিল ২১, ২০২১

Top