মানবিক বিয়ের মতো বৈজ্ঞানিক আর বাণিজ্যিক বিয়েও চায় সাইন্স আর কমার্সের স্টুডেন্টরা

১৭০৯ পঠিত ... ১৩:২০, এপ্রিল ০৭, ২০২১

Manobik biye

গত কয়েকদিন ধরে দেশের সবচেয়ে আলোচিত বিষয় 'মানবিক বিয়ে'। মানবিক বিয়ে নিয়ে এমন মাতামাতিতে বেঁকে বসেছে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা। মানবিক বিয়ের মত বৈজ্ঞানিক এবং বাণিজ্যিক বিয়ে চায় তারা।

বাণিজ্যিক বিভাগ থেকে জিপিএ ৫ প্রাপ্ত এক ছাত্র বলেন 'ছাত্রজীবনের শুরু থেকেই দেখছি কমার্স অবহেলিত একটি বিষয়, অথচ এই যুগে ব্যবসায়ের বিকল্প নাই। সাইন্সের ক্রেজ একটু যেতে না যেতেই এলো মানবিক বিয়ে। আমরা কি সারাজীবন মাঝামাঝি থেকে যাবো? আমাদের কি কোনো সাধ-আহ্লাদ নাই? অবিলম্বে বাণিজ্যিক বিয়ের আইন করতেই হবে।'

বিজ্ঞান বিভাগের একজন তাচ্ছিল্যভরে বলেন 'বিয়ে মানে কী? বিয়ে মানে লিগ্যাল ওয়েতে সালোকসংশ্লেষণ, পুরাটাই সাইন্টিফিক ব্যাপার। আপনি নিউরনগুলোকে একটু নাড়া দিয়ে দেখেন, এখানে মানবিকের কোনো জায়গা নেই। তবুও মানবিক বিয়ে নিয়ে এত হাইপ! এতে আমরা খুবই অবাক হয়েছি। ক্লাস নাইন থেকে শুরু করে সবচেয়ে মেধাবীরা সাইন্স নিয়ে পড়াশোনা করে, আমি সাইন্স নিয়েছি শোনার পর আমাকে গ্রামের কয়েকজন বাড়িতে এসে দেখে গেসে। এতটা গুরুত্বপূর্ণ এই সাইন্স। তা হলে যখন বিয়ের কথা আসে তখন কেন মানবিককে এত প্রাধান্য দিতে হবে? বিয়ে সেক্টরে কি মেধাবীরা পিছিয়ে গেল না? এমনটা মেনে নেয়া আমাদের জন্যে খুব ই অপমানজনক। আমাদের এক কথা এক দাবি বৈজ্ঞানিক বিয়ে প্রণয়ন করে মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হোক।'

তবে চারদিকে এত আলোচনা সমালচনা চলতে থাকলেও উচ্ছ্বসিত দেখা গেসে মানবিক বিভাগের শিক্ষার্থীদের। তাদের একজন আকাশে উড়া অবস্থা থেকে অনেক অনুরোধের পর দয়াবশত কয়েকফুট নেমে আমাদের বলেন, 'বিয়ে একটি সম্পূর্ণ সামাজিক বিষয়। বিয়ে কোন ব্যবসা নয়, বিয়ে কোন বিজ্ঞানের যুক্তির মারপিটও নয়। সো, একটা হোক কিংবা ৪টা হোক মানবিক বিয়ে করার একমাত্র অধিকার আমাদেরই রয়েছে। এটার ধারক ও বাহক আমরা। বাকিরা দূরে গিয়া মরেন।'

১৭০৯ পঠিত ... ১৩:২০, এপ্রিল ০৭, ২০২১

Top