দেশে এসে পৌঁছেছে মেট্রোরেলের প্রথম ট্রেন, স্প্যান সাংবাদিকতায় খুশির জোয়ার

৬৭৩ পঠিত ... ১৬:২৬, এপ্রিল ০২, ২০২১

metro-rail-first-train

পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানো সম্পন্ন হওয়ার পর থেকে অলস সময় কাটাচ্ছেন দেশের স্প্যান সাংবাদিকরা। তাদের এই অখন্ড অবসরকে কর্মব্যস্ততায় চাঙ্গা করে তুলতে দেশে চলে এসেছে মেট্রোরেলের প্রথম ট্রেন। এই ট্রেন আসার প্রথম দিনেই কর্মোদ্দীপনা লক্ষ্য করা গেছে স্প্যান সাংবাদিকদের ঘরে ঘরে। 

কর্মতৎপর অসময় টিভির এক স্প্যান সাংবাদিক বলেন, ‘কতদিন জীবনের ঝুঁকি নিয়ে পদ্মাসেতুর স্প্যান আসার খবর লিখি না। জীবন থেকে চ্যালেঞ্জ আর অ্যাডভেঞ্চার হারিয়ে গেছিলো। এইভাবে তো চলে না, জীবনে তো একটা চ্যালেঞ্জ থাকা দরকার, থ্রিল থাকা দরকার। আমরা তো আর লুতুপুতু সাংবাদিক না, স্প্যান সাংবাদিক! যাক, অবশেষে মেট্রোরেলের ট্রেন আবার তা ফিরিয়ে দিয়েছে। আপনারাই বলুন, একজন নিবেদিত প্রাণ সাংবাদিকের কী এভাবে ক্রাইম রিপোর্ট, হরতাল কাভার করলে চলে?’ এতটুকু বলেই বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও একটা ফার্স্ট এইড কিট হাতে নিয়ে তিনি মেট্রোরেলের দিকে রওনা হন। 

স্প্যান সাংবাদিকতার নাম বদলে এখন 'ট্রেন সাংবাদিকতা' করা দরকার, এমন মত দিয়ে আরেক সাংবাদিক বলেন, 'সরকারের কাছে অনুরোধ থাকবে মেট্রোরেলের ট্রেনগুলো একবারে না পাঠিয়ে এরকম ভাগ ভাগ করে পাঠাতে। কমপক্ষে ৩০ দফা বিভিন্ন ধাপে পাঠালে ৫০টার মতো নিউজ করা সম্ভব।'

‘আজ বসছে মেট্রোরেলের প্রথম ট্রেন’ এমন শিরোনাম লিখতে লিখতে আরেক সাংবাদিক বলেন, ‘হতাশ হয়ে স্পেনের খবর লিখার জন্য স্পেন চলে যাবো ভাবছিলাম। কিন্তু ট্রেন এসে আটকাইলো। এখন কত কাজ। স্প্যান আসলো ...থুক্কু ট্রেন আসলো, ট্রেন বসাতে উপরে উঠলো কর্মী, ট্রেন বসালো, উপর থেকে নামলো, কত কাজ! আজকেই ৮-১০ টা রিপোর্ট লিখে ফেলতে হবে।’

৬৭৩ পঠিত ... ১৬:২৬, এপ্রিল ০২, ২০২১

Top