তাসকিনের হাত ধোয়া পানি খেতে চান মুশফিক-মাহমুদুল্লাহরা

৫২৪ পঠিত ... ১৪:৩০, মার্চ ৩০, ২০২১

tashkin-hat-dhoya-pani

বাংলাদেশ ক্রিকেট দলে ক্যাচ মিস খুবই স্বাভাবিক ঘটনা। অন্যান্য দল যেখানে জেতার জন্য মাঠে নামে, সেখানে বাংলাদেশ যেন ক্যাচ মিস করার জন্য নামে। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মার্টিন গাপটিলের দারুন এক ক্যাচ ধরেছেন তাসকিন আহমেদ। 

তাসকিনের এমন ক্যাচের পরই জেগে উঠেছে মুশফিক-মাহমুদুল্লাহদের চিরায়ত শিক্ষানবিশ সত্তা। শেখার কোন ছোট-বড় নেই, এমন দর্শনে বিশ্বাসী হয়ে ক্যাচ ধরায় নিজেদের স্কিল বাড়িয়ে নেয়ার প্রয়াসে তাসকিনের হাত ধোয়া পানি খেতে চান বলে নিজেদের ফেক ফেসবুক আইডি থেকে জানান তারা। 

taskin

তাসকিনকে ক্যাচ বিষয়ে বুয়েটের ভাইয়া বলেও আখ্যায়িত করেন মুশফিক। পানি খাওয়ার পাশাপাশি তাসকিনের কাছে ক্যাচ ধরা বিষয়ক স্পেশাল ব্যাচ করার বিষয়েও ভাবা হচ্ছে। আজকের ম্যাচে এলেনের ক্যাচ মিস করা মাহমুদুল্লাহ বলেন, ‘ম্যাচে নামার আগেই তাসকিনের হাত ধোয়া পানি খেয়ে নামা উচিত ছিল, তাহলে এই ক্যাচটা মিস করতাম না। তবে এই ম্যাচে ভুল হলেও সামনের ম্যাচে আর ভুল হবে না। দলের সবার জন্য এই পানি বাধ্যতামূলক করা হবে। ক্যাচ কেন, আঙ্গুলের চিপা দিয়ে এবার পানিও পড়বে না।’

ক্যাচ ধরা শেখায় ক্লাস টপার মুশফিককে অবশ্য আরো কিছু পরামর্শ দিয়েছে অনেকে। মুশফিককে উদ্দেশ করে এমনই একজন বলেন, ‘মুশফিক ভালো ছাত্র। শুধু পানি খেলেই ওর হবে না। তাসকিনের হাত ধোয়া পানিতে ওর গ্লাভস জোড়াকে আধাঘন্টা ভিজিয়ে রাখলে ভালো ফলাফল করতে পারবে।’

নিজের ফেক আইডি থেকে সিনিয়রদের শেখাতে কিছুটা জড়তার কথা জানান তাসকিন। তবে মুশফিক তাকে অভয় দিয়ে বলেন, ‘শেখার কোন পঞ্চপান্ডব নাই।’

এ সময়ে মুঠো ভরে তাসকিনের হাত ধোয়া পানি নিতে গেলে আঙ্গুলের চিপা দিয়ে অর্ধেকের বেশি পানি ফেলে দেন মুশফিক। 

৫২৪ পঠিত ... ১৪:৩০, মার্চ ৩০, ২০২১

Top