আমেরিকা দিয়ে দুদিন ভিপিএন চালানোর পর গ্রীন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন খলিল

৭৫২ পঠিত ... ১৯:৪০, মার্চ ২৯, ২০২১

Kholl

গত কয়েকদিন ধরে কোনো এক অজানা কারণে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের জন্য ভিপিএনের শরণাপন্ন হতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। এমন পরিস্থিতিতে টানা দুদিন আমেরিকা দিয়ে ভিপিএন চালিয়ে গ্রীন কার্ডের জন্য আবেদন করেছেন বাংলাদেশের খলিল নামের এক ভিপিএন ইউজার। খলিল নিজেই eআরকিকে এমন খবর নিশ্চিত করেন। 

খলিল জানান, ‘গত কয়েকদিন ধরে ২৪ ঘন্টাই দেশের বাইরে ছিলাম। প্যারিস, নেদারল্যান্ড, জার্মানিতে সময় কাটালেও আমেরিকার ওয়াসিংটন ডিসিতে বসে ফেসবুক চালিয়ে প্রাণটা ভরে গেল। শহরটা প্রথমে ভালো লাগেনি। মশা নেই, ধুলা নেই, জ্যাম নেই। তবে ক্যাপিটাল হিলে ট্রাম্প বাহিনীর ভাঙচুরের বিষয়টা মনে পড়ার মনটা এখানে আটকে গেছে। তাই গ্রীন কার্ডের জন্য আবেদনটা করেই বসলাম।’

গ্রীন কার্ড পেতে তো আমেরিকায় কয়েক বছর থাকা লাগে, এমন প্রশ্ন করলে খলিল বলেন, ‘আমি অনেক বছর ধরেই ভিপিএন চালাচ্ছি, ম্যাক্সিমাম আমেরিকা দিয়েই চালিয়েছি। আর লাস্ট দুইদিন তো অলমোস্ট টানা আমেরিকায়। সো আই থিংক ইট ইজ হাই টাইম।’

খলিলের বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা কর্তৃপক্ষও। পাশাপাশি তারা জানায়, ‘শুধু খলিল নয়, খলিলের মত এমন কয়েক লক্ষ গ্রীন কার্ডের আবেদন জমা পড়েছে আমাদের এখানে।’

তাদের সবাইকে গ্রীন কার্ড দেয়া হবে কি না? আমাদের এমন প্রশ্নের আমেরিকা থেকে মেসেঞ্জারে জানানো হয়, ‘হয়েও যেতে পারে। যেভাবে গত কয়েকদিনে আমেরিকায় ভার্চুয়াল নাগরিক বাড়ছে, কোনো একটা স্টেপ তো নিতেই হবে।’

তবে মূলত এক বাংলাদেশিই ভিপিএন ব্যবহার করে আমেরিকা থেকে এই বক্তব্য দেয়ার ভান করছে, এমনটা বুঝতে পারার পর আমাদের প্রতিবেদক ভিপিএন অফ করে মেসেঞ্জার ডিএক্টিভেট করে দেন।

৭৫২ পঠিত ... ১৯:৪০, মার্চ ২৯, ২০২১

Top