বাইক থেকে উধাও হয়ে যাচ্ছে হেলমেট: শহরে ঘটছে অদ্ভূত রহস্যময় ঘটনা

৭৪৯ পঠিত ... ১৭:৩৯, মার্চ ২৮, ২০২১

bike (2)

ফেসবুকের প্রোফাইল পিকচারের নিজের একটি হেলমেট পরা ছবি ব্যবহার করেছেন বাইকার রাসেল। কিন্তু আশ্চর্যজনকভাবে কালকে খেয়াল করলেন, ওই ছবিতে বাইক আছে, সেও আছেন, নেই শুধু হেলমেট। শুধু ওই এক ছবি না, রাসেলের হেলমেট পরা সব ছবি থেকে রহস্যজনকভাবে হেলমেট গায়েব হয়ে যাচ্ছে।

কাশেম নামের এক বাইকারের সাথে যা ঘটেছে, তা আরো অস্বাভাবিক। মাথায় হেলমেট পরে বাসা থেকে বায়তুল মোকাররম এসেছেন তিনি। বায়তুল মোকাররম এসে মাথা থেকে হেলমেট খুলতে গিয়ে আবিষ্কার করেন, তার মাথায় হেলমেট নাই। 

helmet

রাজধানীসহ সারাদেশের অনেক জায়গায় এমন রহস্যময় ঘটনা ঘটেছে। এদিকে প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ শে মার্চ শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় পার্ক করা বাইক থেকে অনেকগুলো হেলমেট চুরি হয়ে যায়। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হেলমেটগুলো নিয়ে নেন বলেও প্রথম আলোকে জানায় প্রত্যক্ষদর্শীরা। 

তবে ছাত্রলীগ, যুবলীগ এমন কাজ করতে পারে না বলে জানিয়েছে হেলমেট হারানো অনেক ভুক্তভোগী। এমনই একজন বলেন, ‘ছাত্রলীগের সোনার ছেলেরা এমন কাজ কখনোই করতে পারে না। এটা নিশ্চিত এলিয়েন দলের কাজ হবে।’

ছাত্রলীগ চুরি করতে পারে এমন খবর শোনার পর হেলমেট হারানোর কথা অস্বীকার করেন অনেকে। একটা দীর্ঘশ্বাস ফেলে হেলমেট ছাড়াই দাঁড়িয়ে থাকা একজন বলেন, ‘আমার হেলমেট হারায়নি। হারাইলেও ছাত্রলীগের মাল ছাত্রলীগ নিয়ে গেছে, এখানে আমার কী করার আছে।’ 

শহরের এমন রহস্যময় ঘটনার কোন কুল কিনারা খুঁজে পাননি প্রশাসন। তবে, নিজেদের একটি ফেক আইডি থেকে ঝামেলা এড়াতে হেলমেট ছাড়া রাস্তায় বের হওয়ার নির্দেশনা দিয়েছে তারা। পাশাপাশি অনুরোধ করেছেন, পকেটে করে জরিমানার টাকাও যেন নিয়ে আসে।

৭৪৯ পঠিত ... ১৭:৩৯, মার্চ ২৮, ২০২১

Top