মারামারির সময় ছাত্রলীগকে জামা-কাপড়ের লোগো খুলে রাখার অনুরোধ জানালো কয়েকটি ফ্যাশন হাউজ

৫৯৬৮ পঠিত ... ১৬:৫৩, মার্চ ২৪, ২০২১

gentle park earki

গতকাল বিকেল থেকে হুট করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউজ ক্রেতাশুন্য হয়ে গেছে। গতকাল টিএসসিতে প্রগতিশীল ছাত্রজোটের উপর ছাত্রলীগের হামলার পর এমন বিপর্যয়ের মুখে পড়েছে দেশের ফ্যাশন হাউজগুলো। জানা যায়, মারামারির সময় মারমুখী এক রাজনৈতিক কর্মীর পরনে থাকা ‘জেন্টেল পার্ক’ ফ্যাশন হাউজের আন্ডারওয়্যারের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এমন অবস্থা। 

gentle park chatroleague

এমন ঘটনার পর দেশের ফ্যাশন হাউজগুলো ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে ধারণা করছেন ডিগ্রীবিহীন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় ছাত্রলীগকে মারামারির সময় ব্র্যান্ডের লোগো খুলে রাখার অনুরোধ জানিয়েছে জেন্টেল পার্কসহ দেশের অন্যান্য ফ্যাশন হাউজগুলো। জেন্টল পার্ক ফ্যাশন হাউজের দায়িত্বে না থাকা এক কর্মকর্তা বলেন, ‘মানুষ জেনে গেছে আপনারা আমাদের ফ্যাশন হাউজ থেকে বস্ত্র ক্রয় করে থাকেন। ফলে আপনাদের সম্মান করে জায়গা ছেড়ে দিতে আমাদের ফ্যাশন হাউজে কেউ আর আসতে চাইছে না। এমনকি বিক্রয় কর্মীরাও তাতে শামিল হয়েছে।’

ছাত্রলীগের অফিশিয়াল ব্র্যান্ড হওয়ার প্রস্তাব দিয়ে ফ্যাশন হাউজটি থেকে বলা হয়, ‘প্রয়োজনে আপনাদেরকে আমরা প্রাইভেট সার্ভিস দিবো। বাসায় গিয়ে আপনাদের মাফ নিয়ে এসে জামা বানিয়ে দিবো। আমরা আপনাদেরকে এই প্রাপ্য সম্মানটুকু দিতে চাই, প্লিজ আমাদেরকে সেই সুযোগটুকু করে দিন।’

gentle-park

আসন্ন বিপর্যয় থেকে জেন্টল পার্ককে উতরানোর লক্ষে ছাত্রলীগের প্রতি আরও কিছু অনুরোধ জানিয়েছেন তারা। ফেক আইডি থেকে একজন বলেন, ‘ভাই, আপনারা একটু দ্রুত জেন্টল পার্ক বয়কটের ডাক দিন। তাহলে আমরা আসন্ন বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারবো। দেশের শান্তি শৃঙ্খলার জন্য আপনারা কত কিছুই না করেন। আমাদের জন্য এটুকু না হয় করুন।’

৫৯৬৮ পঠিত ... ১৬:৫৩, মার্চ ২৪, ২০২১

Top