এলিয়েনদের খোঁজে মহাবিশ্বে গান পাঠানো হবে, প্রস্তুত আছেন মাহফুজুর রহমান ও হিরো আলম

১০৭৬ পঠিত ... ১৬:০৩, ফেব্রুয়ারি ২৫, ২০২১

alien

এলিয়েনদের খোঁজে এবার মহাবিশ্বে পাঠানো হবে গান। বিশ্বের নানান ভাষায় রেকর্ডিং করা এই গান কম্পোজ করবেন মেক্সিকোর বিখ্যাত সঙ্গীতজ্ঞ ফিলিপ পেরেজ সান্তিয়াগো।

এমন খবরে এশিয় অঞ্চলের গানের প্রতিনিধিত্ব করতে নিজেদের পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বিশ্ববিখ্যাত সঙগীত ব্যক্তিত্ব ওস্তাদ মাহফুজুর রহমান খাঁ ও আধুনিক সঙগীতের পুরোধা পুরুষ হিরো আলম।

এটিএন বাংলা মঙ্গলগ্রহ সম্প্রচার কেন্দ্র চালু করার ভাবনার কথা জানিয়ে নিজের ফেক আইডি থেকে মাহফুজুর রহমান খাঁ বলেন, 'আমি আগে থেকেই জানতাম, আমার গান পৃথিবীর মানুষদের জন্য না। এলিয়েনদের জন্য। এবার সেটা প্রমাণ হবে। মহাবিশ্বে গান তো আমি পাঠাবোই। প্রয়োজনে সামনের দুই ঈদে পৃথিবীর জন্য প্রোগ্রাম না করে এটিএন বাংলা মঙ্গলগ্রহ সম্প্রচার কেন্দ্রের জন্য করবো।'

এ পর্যায়ে তিনি নিজের গানের একটি আপডেটেড ভার্সনও গুনগুন করে গেয়ে ওঠেন- 'ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরে স্পেসশিপ ওড়ে...'

নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন হিরো আলমও। পৃথিবীর নানান ভাষায় গান পাঠানোর এই ভাবনাকে ব্যাকডেটেড ভাবনা বলে আখ্যায়িত করেছেন এই সব্যসাচী সঙগীত ব্যক্তিত্ব। তিনি বলেন, 'হামি এলিয়েনদের ভাষাতেই গান বাইধবো। এলিয়েনদের জইন্যি পৃথিবীর ভাষায় গান পাটালি তারা তারা তো কিছু বুইঝবেক না। এই ধরনের ফালতু ভাবনা আপনাগের মাথায় কই থেইকা আসে।'

মাহফুজুর রহমান হিরো আলমের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে এলিয়েন খোঁজার জন্য তাদের গান ব্যবহার না করে এলিয়েনদের সাথে যুদ্ধ লাগলে তাদের গান বেশি কাজে দিবে বলে জানান তারা।

১০৭৬ পঠিত ... ১৬:০৩, ফেব্রুয়ারি ২৫, ২০২১

Top