বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় বানানও ভুলে যাচ্ছে অনেকে

৭০৪ পঠিত ... ১৭:৫০, ফেব্রুয়ারি ২৩, ২০২১

প্রায় ১ বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনেক শিক্ষার্থী নিজের ক্লাস, রোল নাম্বার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম ভুলে যাচ্ছে। ফেসবুক মারফত করোনা মহামারির শুরুর দিকেই এমন আভাস পাওয়া গেছে। করোনার পাশাপাশি এই 'ভুলে যাওয়া' মহামারি সাথেও যুদ্ধ করতে হয়েছে এই দেশের নাগরিকদের।

education

সম্প্রতি এই 'ভুলে যাওয়া' মহামারিতে আক্রান্ত হয়েছে খোদ শিক্ষামন্ত্রণালয়। নাম-ধাম রেখে একেবারে বানানই ভুলতে বসেছে মন্ত্রণালয়টি। গত সোমবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়কে ভুল করে 'বিশ্ববিদ্যায়ে' লেখা হয়।

মন্ত্রণালয়ের এমন ভুলকে যদিও খুব একটা বড় করে দেখছেন না শিক্ষার্থীরা। 'মন্ত্রণালয় মাত্রই ভুল' এমন চিরন্তন সত্য মেনে নিয়ে এক শিক্ষার্থী বলেন, 'প্রথমে অবাক হয়েছিলাম। এই 'বিশ্ববিদ্যায়ে'টা আবার কী? এটা কি ভার্সিটির সংস্কৃত শব্দ? আসলে মন্ত্রণালয়ের ফেসবুক পেজে পোস্টের বানান ভুল হলে তো আর তাদের নাম্বার কাটা যায় না। আর যতদিন ধরে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমি নিজেই তো ভার্সিটি বানান ভুলে গেছি...'

তবে অনেক শিক্ষার্থী এই ভুলকে শুধরে নিতে নারাজ। এমনই একজন বিশ্ববিদ্যালয় ফোবিক শিক্ষার্থী বলেন, 'বিশ্ববিদ্যালয়ে যাওয়া তো পরের কথা, নামটাও শুনতে ইচ্ছা করে না। তাই এই বিশ্ববিদ্যায়ে শব্দটা আমার ভালো লেগেছে। মন্ত্রণালয়কে ধন্যবাদ বিশ্ববিদ্যালয় না খোলার জন্য। খুললে আবার ক্লাস, রোল, কোর্সের নাম এইসব মনে করার প্যারা। আমি তো কোন সাবজেক্টে পড়ি সেটাও ভুলে গেছি...'

৭০৪ পঠিত ... ১৭:৫০, ফেব্রুয়ারি ২৩, ২০২১

Top