স্কুল খোলার প্রথমদিনে ক্লাস শেষ হলেও শেষ হচ্ছে না অভিভাবকদের আড্ডা

৩৯৯ পঠিত ... ১৬:৩০, সেপ্টেম্বর ১২, ২০২১

Ovivabokder-adda

প্রায় দেড় বছর পর খুললো স্কুল। প্রথম দিন একটু আনন্দ, উল্লাস আর কুশল বিনিময়েই শেষ হয়েছে ক্লাস। দুটা কিংবা তিনটের বেশি ক্লাসও হয়তো হয়নি কোথাও। বেলা ১২ কিংবা ১ টার দিকে ছুটি হয়ে গেছে স্কুল। কিন্তু স্কুল ছুটি হলেও আড্ডা শেষ হচ্ছে না অভিভাবকদের। মঙ্গল গ্রহ থেকে পাঠানো একটি ভিডিও ফুটেজে স্কুলের পাশের ফুটপাত, মাঠ বা অভিভাবক মিলনাতনে অভিভাবকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে দেখা গেছে।

জানা যায়, দীর্ঘ দেড় বছরে জমানো কথা শেষ করতে করতেই দেরি হয়ে যাচ্ছে তাদের।

এ বিষয়ে কথা বলতে চাইলে একটা বড় নিশ্বাস নিয়ে এক অভিভাবক বলেন, 'দেড় বছর পর দেখা। ভাবিইইই বলে দেড় বছরের জমানো টান দিতেই লেগেছে ৩ ঘন্টা। এখন অন্য আলাপ শুরু করবো।' এই বলেই তিনি 'ভাবি জানেন কী হইছে' বলে অন্য একদিকে চলে যান।

দেড় বছরে জমানো কথার পাশাপাশি জমানো শপিং দেখানোয়ও ব্যস্ত ছিলো অনেকে। জামা, শাড়ি, অলংকারের পাশাপাশি পিপিই ও মাস্কও সমান গুরুত্ব পেয়েছে। দেড় বছরে কেনা সব জামা ও অলংকার পরে দেখানোর জন্য অনেকে সাথে করে পোর্টেবল ট্রায়াল রুমও নিয়ে এসেছেন। মাস্ক প্রদর্শনরত এমনই একজন বলেন, 'এই করোনার আপনার ভাই সুইজারল্যান্ড থেকে ১০০ টি মাস্ক আনাইছে, পিপিই আনাইছে ৫০টা৷ বিশ্বাস করবেন না, এরমধ্যে একটা আবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের। দাম পড়ছে ১০ হাজার টাকা। জিনিসগুলা তো সবাইকে দেখাইতে হবে৷ ১৭ জন ভাবিকে দেখাইছি আর ৩ জন আছে। সম্ভবত রাত হবে শেষ হতে হতে।'

অভিভাবকদের এমন আড্ডাবাজিতে বেশ বিরক্ত দেখা গেছে অনেক শিক্ষার্থীকে। এরমধ্যে ঘামতে ঘামতে একজন বলেন, 'বেশ আড্ডাবাজ হইছে! কই কই যাইয়া কার কার লগে আড্ডা দিতেছে! একটু রাইখা ক্লাসে গেলাম, আর ওমনি শুরু করে দিছে। আজকে বাসায় যাইয়া লই!'

৩৯৯ পঠিত ... ১৬:৩০, সেপ্টেম্বর ১২, ২০২১

Top