রয়েল এনফিল্ডের হেলমেট আসবে কিনা জানতে চান জনৈক ছাত্রলীগ কর্মী

১০১২ পঠিত ... ২২:২১, জানুয়ারি ১৮, ২০২১

ইফাদ অটোর হাত ধরে বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র‍্যান্ড 'রয়েল এনফিল্ড' বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। এমন খবরে বাইক প্রেমীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন কারণে কিছুটা উত্তেজিত জনৈক ছাত্রলীগ কর্মী। ফাইভ জি ব্র‍্যান্ডের হেলমেট পরা এই কর্মী জানতে চেয়েছেন, রয়্যাল এনফিল্ডের হেলমেটও বাজারে আসব কি না?

মোটর সাইকেল বাদ দিয়ে হেলমেট নিয়ে কেন এত উত্তেজনা? এমনটা জানতে চাইলে তিনি মুচকি হাসি দিয়ে বলেন, 'মানে শীত তো। কাজে লাগবে। মাংকি ক্যাপে শীত মানায় না। রয়্যাল এনফিল্ডের হেলমেট পরবো।' দাঁতে দাঁত কামড়ের ইমো দিয়ে এই সময়ে তিনি আরো বলেন, 'শীতরে এবার খাইছি।'

ছাত্রলীগকে দেশের অতন্দ্র প্রহরী উল্লেখ করে তিনি আরো বলেন, 'দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরকে সবসময় হেলমেট পরে থাকতে হয়। রয়্যাল এনফিল্ডের হেলমেট হলে আমরা ৩৬০ কিলোমিটার গতিতে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবো।'

ছাত্রলীগের এমন কৌতুহল প্রসঙ্গে ইফাদ অটোর ভূয়া এক কর্মকর্তাকে জানালে তিনি কিছুটা বিমর্ষ চেহারা করে বলেন, 'ছাত্রলীগ দেশের অহংকার। তারা চাইলে আমরা বাইকের আগে হেলমেট নিয়ে আসবো। সোনার ছেলেদের আবদার সবার আগে'

১০১২ পঠিত ... ২২:২১, জানুয়ারি ১৮, ২০২১

Top