করোনার টিকাকেন্দ্র হবে ভোটকেন্দ্রের মতো, মৃত মানুষরাও কি তাহলে টিকা নিতে পারবে?

৪২৫ পঠিত ... ১৯:১৯, জানুয়ারি ১৮, ২০২১

করোনার টিকাকেন্দ্র হবে অনেকটা ভোটকেন্দ্রের মতো। ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা থাকে, ভোটারের পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা থাকে ও গোপনীয়তা রক্ষা করে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়। অনেকটা এমন ব্যবস্থা রেখে করোনার টিকাদানের কেন্দ্র পরিচালনার পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর: প্রথম আলো।

কিন্তু এই খবর শুনে জনমনে ভিড় করেছে নানান প্রশ্ন। দক্ষিণ ঢাকার এক ভোটার অত্যন্ত কনফিউজড ভঙ্গিতে জানতে চান, 'টিকাকেন্দ্র ভোটকেন্দ্রের মতো হবে মানে কি একজনের টিকা অন্য কেউ নিতে পারবে? আমি শেষবার ভোট দিতে গিয়া শুনছি আমার ভোট হইয়া গেছে। টিকার ব্যাপারেও এইরকম সিস্টেম হইলে খারাপ হয় না।'

উত্তর ঢাকার এক গৃহিণীও করলেন অনেকটা এমনই প্রশ্ন, 'টিকা নিতে না গেলেও টিকা নেয়া হয়ে যাবে? এটা হলে খুবই ভালো হয়। কোয়ারেন্টাইনে থাকতে থাকতে ভিড়ের মধ্যে যেতেই ইচ্ছা করে না। ভোটের মতো আমার টিকাও অন্য কেউ নিয়ে আসলে বেঁচে যেতাম!'

আরেক শ্রমজীবী ভোটার চিন্তিত টিকা দেয়ার শিফট নিয়ে। উদভ্রান্ত ভঙ্গিতে তিনি জানতে চান, 'টিকা কি দিনের বেলা দিতে হইব নাকি রাইতের বেলা? ভোটের সিস্টেমে হইলে তো রাইতে নেয়ার সিস্টেম রাখা উচিত। রাইতে টিকা নিতে পারলে সুবিধা, একদিনের কামকাজ মিস করতে চাই না।'

তবে একজন চিন্তাশীল নাগরিক করলেন আরও জটিল প্রশ্ন। চিন্তিত মুখে তিনি বলেন, 'টিকা কি মৃত আত্মীয়স্বজনও নিতে পারবে? গত ভোটে কি হইছিল বলি... আচ্ছা থাক বাদ দেন। আমার কিছু আত্মীয় করোনায় মারা গেছে। আমি চাই ভোটের মতো সিস্টেমে তারাও আইসা টিকা নিয়া যাক।'

তবে একেবারেই অন্য ধরনের টেনশনে আছেন কিছু পলিটিকাল কর্মী। হতাশ গলায় একজন বলেন, 'এখন টিকাকেন্দ্রও টিকা দেয়ার আগে দখলে নিতে হইব? এত কাম আর ভাল্লাগে না...'

৪২৫ পঠিত ... ১৯:১৯, জানুয়ারি ১৮, ২০২১

Top