আমেরিকার গণতন্ত্র সংকটে পড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ

৭৮৬ পঠিত ... ১৭:২১, জানুয়ারি ০৭, ২০২১

 

ট্রাম্প সমর্থক কর্তৃক আমেরিকান ক্যাপিটল ভবনে হামলায় আমেরিকান গণতন্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এমন ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি বলেও বিবৃতি দিয়েছি দেশটি।

আমেরিকায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে এক ফেক বার্তায় বলা হয়, 'নির্বাচনে হার-জিত থাকবেই। তাই বলে এভাবে গণতন্ত্রকে খাদের কিনারায় নিয়ে আসবে? আমেরিকানরা অশিক্ষিত নাকি?'

গণতন্ত্রের ঐতিহ্য রক্ষায় আমেরিকাকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'আমরা আমেরিকার পাশে আছি। গণতন্ত্র রক্ষায় যেকোন সময় যেকোন ধরণের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।'

গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়ে বলা হয়, 'আমরা বছরের পর বছর ধরে দক্ষতার সাথে গণতন্ত্রকে বহন করে আসছি। তারা চাইলে আমাদের মডেল দিয়ে আমরা সাহায্য করবো।'

ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বিবৃতিতে বলা হয়, 'নির্বাচন নিয়ে ট্রাম্পের সংশয় থাকলে আমরা বলবো অপেক্ষা করুন। আগামী নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনারকে ভাড়া নিতে পারবেন। এরপর দেখবেন, সুষ্ঠু নির্বাচন কাকে বলে! দেখবেন ওয়ান ম্যান আর্মির মতো কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া যায়।'

৭৮৬ পঠিত ... ১৭:২১, জানুয়ারি ০৭, ২০২১

Top