বাংলা মিডিয়ামের সিলেবাস থেকে ইংরেজি ফার্স্ট-সেকেন্ড পেপার বাদ দেয়ার দাবি

৯৬১ পঠিত ... ২০:৫৯, ডিসেম্বর ২০, ২০২০

চট্টগ্রামে বিখ্যাত জুতা কোম্পানি 'BATA' র সাইনবোর্ডে বাংলায় 'বাটা' না লেখায় কালি ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের কিছু 'ভাষা-যোদ্ধা'। যতদিন অহেতুক ইংরেজি লেখা চলবে, ততদিন তারা এভাবেই প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন।

তবে এই ঘটনায় আগ্রহ পেয়ে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা সিলেবাস থেকে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যে কিছু অতি উৎসাহী ছাত্র ছাত্রী তাদের ইংরেজি বই বেঁচে দিয়েছে, বাকিরা বই হাতে এগোচ্ছেন বেঁচবার পথে।

তাদের সাথে কথা বলতে গেলে নটরডেম কলেজের এক ছাত্র জানালেন, 'উনাদের সাথে আমরাও একমত। একই সাথে মাননীয় মন্ত্রী দীপুমণিকে আহবান করছি ইংরেজি দ্বিতীয় পত্রের মতো অহেতুক বিষয় বর্জন করবার। মাতৃভাষা বাংলা, সবই বাংলায় হওয়া উচিত। তবে ইংরেজি প্রথম দ্বিতীয় পত্রকে বাংলিশে রূপান্তর করেও পড়ানো যেতে পারে। এতে করে ফেসবুক ব্যবহারকারীদের ভালো নম্বর পাওয়ার কথা। আর ফেসবুক তো সবাই চালায় এখন...'

এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারির বদলেও বৈশাখ, জৈষ্ঠ্য পালনের আহবান জানাচ্ছেন কেউ কেউ।

তবে প্রতিবাদকারীদের বাড়িতে গিয়ে জানা গেলো ভিন্ন রকম তথ্য। শামসু (ছদ্মনাম, বয়স ৫৫) নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা কোটায় তার নাতিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির চেষ্টা করছেন এক বছর ধরে। অপরদিকে পড়াশোনা শেষ করে IELTS এর চেষ্টা করছেন অপর প্রতিবাদকারী সিদ্দিকের কনিষ্ঠ পুত্র।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা eআরকিকে উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে দরজা বন্ধ করে দেন।

৯৬১ পঠিত ... ২০:৫৯, ডিসেম্বর ২০, ২০২০

Top