পদ্মা সেতুর পিলারে অমর প্রেমের নিদর্শন, জায়গা নিতে পারে বিশ্ব ঐতিহ্যের তালিকায়

১০৫২ পঠিত ... ২১:১৫, ডিসেম্বর ১১, ২০২০

কাজ শেষ হওয়ার আগেই পদ্মা সেতুর পিলারে মিলেছে হাজার হাজার অমর প্রেমের নিদর্শন। এইসব অপূর্ব নিদর্শন দেখার জন্য পিলারের গোড়ায় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ভীড় করছে। জানা গেছে অতি দ্রুতই বিশ্ব ঐতিহ্যের তালিকায় আগ্রার তাহমহলের জায়গা দখল করে নিতে পারে পিলারটি।

অমর প্রেমের নিদর্শন নিয়ে দাঁড়িয়ে থাকা এই পরিদর্শনে যায় টিম eআরকি। তবে একটা প্রেমের উপর একাধিক প্রেম লেপটে থাকার কারণে সবগুলো প্রেম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

মাসুদ+সনিয়া, সাকিব+রাজ সহ আরো বেশ কিছু প্রেমের নিদর্শন উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্য এক জায়গায় 'S+?' ডাইমেনশনের প্রেম পাওয়া গেছে। গবেষকরা এই S নামক ব্যক্তিটিকে প্রাগৈতিহাসিক প্রেমপিপাসু আখ্যা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তি টুরু লাভ খোঁজার জন্য বেছে নিয়েছেন পদ্মা সেতুর এই পিলারটি।

অন্য এক গবেষণা বলছে, এই ব্যক্তিটি আসলে শিরি-ফরহাদ প্রেমিক যুগলের শিরি। কেউ কেউ তাকে আধুনিক মজনুও বলছেন। হাজার হাজার টুরু লাভ থেকে কার নাম রেখে কার নাম লিখবেন এমন সিদ্ধান্তহীনতা থেকেই প্রশ্নবোধক চিহ্নের আবির্ভাব।

বেশ কয়েক জায়গায় একাধিকবার রাকিব লেখা থাকলেও রাকিবের পাশে পাওয়া যায়নি অন্য কারোর নাম। ধারণা করা হচ্ছে, রাকিব নামক এই ব্যক্তিটি 'বর্ন টু বি সিঙ্গেল' গোত্রের কোন এক প্রেমিক। কিংবা তিনি প্রেম করার জন্য বেছে নিয়েছেন আস্ত পদ্মা সেতুর পিলার।

স্ট্রেইট প্রেম, সমকামী প্রেম এবং সিঙ্গেল প্রেমসহ নানান ডাইমেনশনের প্রেম থাকার কারণে এই পিলারটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করার ঘোষণা দিয়েছে ইউনেস্কো। একই সাথে আগ্রার তাজমহলকে বিশ্ব ঐতিহ্য থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

একটি ফাঁকা ইমেইলের মাধ্যমে ইউনেস্কো জানায়, 'তাজমহলে মাত্র একটি প্রেমিক যুগলের স্মৃতি। আর এখানে অগণিত। ভালোবাসার মূল্য বোঝাতে তাজমহলের চেয়ে এই পিলারটিই বেশি দামি ও কার্যকর।'

১০৫২ পঠিত ... ২১:১৫, ডিসেম্বর ১১, ২০২০

Top