লা মেরিডিয়ানে আইসক্রিম খাওয়ার জন্য ডলার ছাড়া ভিক্ষা নিচ্ছে না ভিক্ষুকরা

১০০৬ পঠিত ... ১৭:২৮, নভেম্বর ০৯, ২০২০

মাত্র এক ডলারে আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার দিয়েছে লা মেরিডিয়ান। শতাব্দীর সেরা এই অফারে স্বাভাবিকভাবেই লা মেরিডিয়ানের গেট থেকে পুরো ঢাকায় পড়ে গিয়েছে লাইন।

এই যুগান্তকারী অফারের পর ঘটে গেছে নীরব এক বিপ্লব। অনুসন্ধানে দেখা গেছে, ডলার ছাড়া ভিক্ষাই নিচ্ছে না ঢাকার ভিক্ষুকরা।

রাজধানীর গুলিস্তান এলাকায় গিয়ে দেখা যায়, 'বাবা একটা ট্যাকা দেন, কিছু খাইতাম' বলার পরিবর্তে ভিক্ষুকরা বলছে, 'বাবা একটা ডলার ভিক্ষা দেন, আইসক্রিম খাইতাম।'

ডলার ভিক্ষা চাওয়া এমন কিছু ভিক্ষুকের সাথে গুলিস্তানের ভিক্ষুকদের হাতাহাতির খবর পাওয়া গেছে। তবে এখন দু পক্ষই মিলেমিশে ডলার ভিক্ষা নিচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে গুলিস্তানের এক প্রবীণ ভিক্ষুক বলেন, 'ডলার চাওয়ায় শুরুতে ভেবেছিলাম এরা গুলশান ২ নাম্বার সার্কেলের ভিক্ষুক। সেজন্য মাইর দিছিলাম। পরে যখন শুনলাম, এক ডলারে আইসক্রিম পাওয়া যায়, তখন আমরাও ডলার খোঁজা শুরু করলাম।'

ভিক্ষা হিসেবে ডলাই চাইতে গিয়ে পোশাক আশাকেও কিছুটা পরিবর্তন এসেছে ভিক্ষুকদের। ছেঁড়া ফাঁটা কাপড়ের পরিবর্তে সবাই স্যুট, টাই, জিন্স, টপস, সালোয়ার, কামিজ পরছেন। কেউ কেই বাংলায় ভিক্ষা না চেয়ে ভিক্ষা চাচ্ছেন ইংলিশে।

গুলশান এলাকার ভিক্ষুকদের সহজেই ডলার দেয়া গেলেও ঝামেলায় পড়েছেন গুলিস্তান, সদরঘাট, চানখারপুল, গোপিবাগের ভিক্ষা দিতে ইচ্ছুক জনগণ। তবে এমন সমস্যার সমাধানের জন্য এখানকার ভিক্ষুকরা জানান, 'ডলার না থাকলে সমস্যা নেই। ডলার সমপরিমাণ টাকা দিলে আমরা ডলার করে নিবো।'

এক পর্যায়ে ইন্টারনেট থেকে ঢু মেরে এক ভিক্ষুক আমাদের বলেন, 'আজকের ডলারের রেট ৭৮ টাকা ৫৪ পয়সা। আপনি রাউন্ড ফিগারই দেন। ৭৮ ট্যাকা।'

১০০৬ পঠিত ... ১৭:২৮, নভেম্বর ০৯, ২০২০

Top