শেষ হয়ে আসছে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ, নিউজ সংকটে ভুগছে সময় টিভি

২৩২৯ পঠিত ... ১৬:২৫, অক্টোবর ১৭, ২০২০


পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান ফিটিং এর কাজ শেষ। বসানো হয়ে যাবে অক্টোবরের মধ্যেই। এমন খবরে হতাশায় মুষড়ে পড়েছে সময় টিভি। নিউজ সংকটে ভোগার সম্ভাবনায় হতাশায় মুখে হাত দিয়ে আকাশের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে সময় টিভির বেশিরভাগ সংবাদ কর্মীকে। উল্লেখ, এই সংবাদকর্মীরা সবাই মনে মনে সময় টিভিতে কাজ করে।

পদ্মাসেতুর স্প্যান ফিটিং এর সংবাদ ও স্প্যান বসানোর সংবাদ সংগ্রহেও আগ্রহ পাচ্ছেনা না। এমনই একজন বলেন, পদ্মাসেতুর স্প্যানের সাথে একটা আবেগের সম্পর্ক হয়ে গেছে। স্প্যান বসানো শেষ হয়ে যাবে, ভাবতেই মনটা উদাস হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব ছেড়েছুড়ে পদ্মাসেতুর স্প্যানের গোড়ায় গিয়ে বসে থাকি।

একটু মোটিভেটেড কেউ কেউ অবশ্য পেয়ে যাচ্ছেন আশার আলো। এমনই একজন বলেন, এরপর আমরা গাড়ি ধরতে চাই। সেতু পার হওয়া প্রথম গাড়ি, ২য় গাড়ি এভাবে নিউজ কাভার করবো।

স্প্যানের সাথে একটু বেশি আবেগে জড়িয়ে যাওয়া একজন বলেন, আমি ভাই স্প্যান নিয়েই আছি। বসানো শেষ হলে ভাঙ্গার নিউজ শুরু করবো। 'আজ পদ্মাসেতুর প্রথম স্প্যান ভেঙ্গে পড়েছে' এভাবে আগাবো। প্রয়োজনে অপেক্ষা করবো আজীবন।'

সময় টিভির পাশাপাশি অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকরা কম হতাশ হচ্ছেন না। হতাশা থেকে মুক্তি পেতে এমন একদম সরকারকে অনুরোধ করে বলেন, 'দরকার হলে আমরা টাকা দিবো, সরকার আরেকটা পদ্মাসেতু বানাক।'

এদিকে সাংবাদিকদের এমন হতাশার খবর আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় চলে এসেছে। এইসব হতাশ সাংবাদিকদের উদ্দেশ্যে স্পেন প্রশাসন বলেন, আমাদের দেশের জন্য এত মায়া এদের? এদেরকে আমরা এসাইলাম দিতে চাই। কোন শহরে থাকতে চান বলেন? বার্সেলোনা নাকি মাদ্রিদ?'

 

২৩২৯ পঠিত ... ১৬:২৫, অক্টোবর ১৭, ২০২০

Top