বালু তোলা শেষ, ঠিক হয়ে গেলো জিমেইল লাইন: eআরকি বিশেষ ফলোআপ

৬১৪ পঠিত ... ১৬:১৪, আগস্ট ২২, ২০২০

গত ২০ আগস্ট থেকে জিমেইলসহ গুগলের একাধিক ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। তবে পটুয়াখালীতে বালু তোলার কাজ শেষ হওয়ায় গুগলের সবগুলো সেবা ঠিক হয়ে গেছে বলে জানান সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগে কাজ না করা এক কর্মকর্তা।

জিমেইল লাইনে সমস্যার কথা বিবেচনা করে দ্রুত বালু তোলা শেষ করেছেন বলেও জানান বালু তোলা টিমের এক কর্মী। তিনি বলেন, 'কি আজব কারবার। বালু তুলতে গিয়া মেইল ট্রেন লাইন বন্ধ। বালুর লগে মেইল ট্রেইনের কানেকশন হইলো ক্যামনে! আইচ্ছা যাউকগা, ট্রেনে কইরা বাড়ি যাওয়ানের লাইগা কাম শেষ কইরা ফেলছি। এহন আর চিন্তা নাই।'

তবে জিমেইল লাইন কাজ না করাতেই বালু তোলা শেষ হতে দেরি হলো বলে জানালেন এক কর্মকর্তা। অফ দ্য রেকর্ডে তিনি বলেন, 'বালু তোলার ইন্সট্রাকশনটা আমি মেইলেই পাঠিয়েছিলাম। কিন্তু মেইল কাজ না করায়...'

জিমেইল লাইন ঠিক হয়ে যাওয়াকে সরকারের আন্তর্জাতিক সাফল্য বলে দাবি করেছেন তথ্য-প্রযুক্তি বিভাগে চাকরি করা এক ভূয়া কর্মকর্তা। তিনি বলেন, 'এই জয় বর্তমান ডিজিটাল সরকারের। যেই কাজ ইউরোপ আমেরিকা পারে নাই, ওই কাজ আমরা বালু তোলার মেশিন বন্ধ কইরাই ঠিক কইরা ফেলছি। মেশিন চালুও করা লাগেনাই। ডিজিটাল দেশ বাস্তবায়নের পর এবার এই সরকার ডিজিটাল বিশ্ব বাস্তবায়নেও নেতৃত্ব দিবে।'

অন্য এক খবর থেকে জানা যায়, বালু তোলার মেশিন ফের চালু করে দিয়ে জিমেইল লাইন নষ্টের হুমকি দিয়ে গুগলের কাজে চাঁদা দাবি করেছে পটুয়াখালীর নাম প্রকাশে অনিচ্ছুল এক নেতা। তিনি বলেন, 'ব্যবসা একদম দেখাইয়া দিমু। প্রতিমাসে ৩ লাখ টাকা টাকা না দিলে বালু তোলার মেশিন চলবে।'

৬১৪ পঠিত ... ১৬:১৪, আগস্ট ২২, ২০২০

Top