বাজারে আসছে ইয়াবা-প্রুফ যানবাহন, ব্যাগ ও জামা

৪৫৯ পঠিত ... ১৫:৩৪, আগস্ট ০৫, ২০২০

বিশ্বের অন্যান্য দেশে আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর হাতে ইয়াবা পাচারকারী আটক হলেও আমাদের দেশে আটক বা খুন হওয়ার পর সাধারণ মানুষগুলো ইয়াবা পাচারকারী হয়ে যায়। কারো ব্যাগে, কারো গাড়িতে এমনকি বাসায় কিংবা হোটেল রুমেও দ্বিতীয় তল্লাশিতে মিলে যায় ইয়াবা।

আটক হওয়ার পর ইয়াবা পাচারকারী বনে যাওয়া একাধিক মানুষের অভিজ্ঞতা থেকে জানা যায়, কোন এক চেকপোস্টে বিশেষ পোশাকধারী তল্লাশি করে ছেড়ে দেয়, পরের চেকপোস্টেই অদ্ভূতভাবে ব্যাগ থেকে, গাড়ি থেকে ইয়াবা বেরিয়ে আসে।

জনসাধারণকে এমন হেনস্থা থেকে মুক্তি দিতে বাজারে আসছে বিশেষ ইয়াবা প্রুফ যানবাহন, ব্যাগসহ একাধিক পণ্য। ইয়াবা পাচারকারী হয়ে যাওয়ার ভয়ে এই বিশেষ যানবাহন ও ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের নাম প্রকাশ করেনি।

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যানবাহনটিতে থাকবে বিশেষ গুটি সেন্সর প্রযুক্তি। এর আশেপাশে কোন ধরণের ইয়াবা সনাক্ত হলে যানবাহনটি সাথে সাথে একটা বিশেষ সিগন্যাল দিয়ে আরোহী ও ড্রাইভারকে সতর্ক করে দিবে। তল্লাশির বাহানায় কেউ যদি গাড়িতে কিংবা ব্যাগে ইয়াবা ঢুকিতে দিতে চায় তাহলে গাড়িতে 'ইয়াবা ইন' বলে এলার্ম দিতে থাকবে। কে ইয়াবা ঢোকাচ্ছে তা সনাক্তের জন্য বিশেষ প্রযুক্তিতে নেয়া হবে ফিঙ্গারপ্রিন্টও।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, সাদা পোশাকসহ বিশেষ পোশাকধারীদের ক্ষেত্রেও 'ইয়াবা ইন' এলার্ম কার্যকর থাকবে। ইয়াবা ঢুকিয়ে দিলে সামনের চেকপোস্টের আগেই যানবাহন আরোহী বা ব্যাগ বহনকারী ইয়াবা সরিয়ে ফেলতে বা ফেলে দিতে পারবে।

এমন যানবাহন আসার খবরে সাধারণ জনগণের পাশাপাশি সত্যিকারের ইয়াবাখোরদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। এমনই একজন বলেন, 'আগের চেকপোস্টে ইয়াবা ঢুকাইয়া দিলে পরের চেকপোস্ট আসার আগেই খায়া ফালামু। মেলাদিন পর বিনামূল্যে পুলিশের ইয়াবা খেয়ে দেয়ার তরিকা আসলো।'

তবে বিশেষ পোশাকধারি বাহিনী এমন প্রযুক্তির খবরে বেশ হতাশ হয়ে পড়েছে। তারা বলছে, 'এই প্রযুক্তি গরিব মারার প্রযুক্তি। এই প্রযুক্তি আমাদের বিভিন্ন উপরি আয় বন্ধ করে দিবে। এমনকি বন্দুকযুদ্ধসহ বিভিন্ন গল্প বানানোর ক্রিয়েটিভিটিতেও আঘাত করতে পারে এই প্রযুক্তি।'

এই প্রযুক্তির বিরুদ্ধে মামলা করবেন কিনা, এমন প্রশ্নে ঐ বাহিনীর এক কর্মকর্তা বলেন, 'এই জিনিস যারা বাজারে নছে, তাদের বাসায় ইয়াবা রেখে দেয়ার ইচ্ছা আছে। একবারে মাদকের মামলাই করবো।'

৪৫৯ পঠিত ... ১৫:৩৪, আগস্ট ০৫, ২০২০

Top