চিরকুমার থাকার ঘোষণা দিলেন চিরকিশোর রশিদ খান

৯৫৮ পঠিত ... ১৮:৩৮, জুলাই ১২, ২০২০

আফগানিস্তানের বিখ্যাত ক্রিকেটার রশিদ খান। সারা বিশ্বে 'ভাইস্তা' হিসেবে খ্যাত হওয়ার পাশাপাশি তিনি দেশটির বিখ্যাত ব্যাচেলরও। বছরের পর বছর ধরে সারাবিশ্বের তরুণীরা রশিদ খানের বয়স ১৮+ হওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু বিশ্বব্যাপী তরুণীদের হতাশ করে চিরকুমার থাকার ঘোষণাই দিয়ে দিলেন চিরকিশোর এই ক্রিকেটার।

পাকিস্তানের আজাদি রেডিওর এক প্রশ্নোত্তরে রশিদ জানিয়েছেন, 'আফগানিস্তান বিশ্বকাপ জেতার পরই বিয়ে করবেন তিনি'। বৈশ্বিক টুর্নামেন্টে কখনোই নকআউট পর্বে অংশগ্রহণ করতে না পারা ক্রিকেটের নবীন একটি দলের ক্রিকেটারের এমন সিদ্ধান্তকে চিরকুমার থাকার ঘোষণা হিসেবেই ধরে নিয়েছে বিশ্ববাসী।

খবরটি প্রকাশিত হওয়ামাত্র রশিদ খানকে আন্তর্জাতিক চিরকুমার সংঘ থেকে সংস্থাটির সভাপতির পদ অলংকৃত করার প্রস্তাব দেয়া হয়। সংস্থাটির বর্তমান সভাপতি বলেন, 'লম্বা সময় সভাপতির পদে থাকতে পারবে এমন একজনকেই আমরা খুঁজছিলাম। রশিদ খান এমন ঘোষণা দেয়ায় নিশ্চিতভাবে আমরা তাকেই বেছে নিতে চাই।' উল্লেখ্য, বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন সেই লিজেন্টারি আর্জেন্টাইন ফ্যান, যিনি বলেছিলেন 'আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলে বিয়ে করবো না'।

যদিও রশিদ খানের এমন সিদ্ধান্তের মধ্যে নিজের দলের জন্য ডেডিকেশন দেখলেও এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছেন অনেকে।

এদিকে রশিদ খানের এমন ঘোষণার বেশ প্রশংসা করেছে বিশ্ব প্রেমিক সমাজ। এক বিবৃতিতে তারা জানায়, 'রশিদ খানের এমন ঘোষণার পর আমাদের অনেক সদস্যের প্রেমিকারা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন। অনেক ক্রাশ রশিদ খানকে ক্রাশ লিস্ট থেকে বাদ দেয়ার ভবিষ্যতে আমাদের মেম্বার সংখ্যা বৃদ্ধির সম্ভাবনাও বেড়েছে।'

যদিও কেউ কেউ রশিদ খানের সোনা, দানা, জহরতের অভাব আছে বলে মন্তব্য করেছে (ইয়ে, সম্ভবত আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল্ড না জেতায়...)। এমনই একজন বলেন, 'বিয়ে করতে হলে ২০ ভরি সোনা লাগে। সোনার যা দাম...'

এ বিষয়ে রশিদ খানের মতামত জানতে চাইলে নিজের একটি ফেক আইডি থেকে রশিদ বলেন, 'হেহে... জানেনই তো, আমি চিরকিশোর থাকতে চাই। সেজন্যই বুদ্ধি কইরা এমন ঘোষণা দিছি। যেন কেউ আমাকে বিয়ে করে আমার কিশোরত্ব কেড়ে নিতে না পারে। বিয়ে করলেই তো বলবে আমার বিয়ের বয়স হইছে...'

৯৫৮ পঠিত ... ১৮:৩৮, জুলাই ১২, ২০২০

Top