লকডাউনে দূষণ কমে যাওয়ায় সমুদ্রে ফিরে এসেছে সামুদ্রিক বাইক

৮৫৬ পঠিত ... ২৩:৩০, জুন ১৮, ২০২০

দূষণ কমে যাওয়ায় সব কিছু ফিরে আসতে আসতে ফেরার যখন আর কিছু বাকি নেই, তখনই দেখা মিললো এক অদ্ভূত সামুদ্রিক বাইকের। ধারণা করা হচ্ছে, এটা প্রাগৈতিহাসিক কালের এক বিশেষ জলজ প্রাণী। বিজ্ঞানীরা জানিয়ছেন, মোটোরা জগৎ এর বাইকাডা পর্বের এই প্রাণী বিলুপ্ত হয়েছিলো হাজার বছর আগে। দূষণ কমে যাওয়ায় সমুদ্রের তলদেশ হারিয়ে যাওয়া ফসিল থেকে এরা আবারো জন্ম নিয়েছে।

এদিকে সামুদ্রিক এই বাইক সমুদ্র ছেড়ে নদীতেও যেতে পারে বলে ধারণা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির জীব বিজ্ঞান অনুষদের অধ্যাক ডক্টর টিভিএস পালসার। বিজ্ঞানী টিভিএস পালসার বলেন, এ ধরনের সামুদ্রিক জীব মূলত শ্বসন ক্রিয়ার জন্য ফুলকার বদলে অন্য একটা জিনিস ব্যবহার করে৷ যেটা অনেকটা ইঞ্জিনের মত৷

এরা ১০০ সিসি থেকে শুরু করে ২৫০ সিসি পর্যন্ত হতে পারে, এমনটা উল্লেখ করে ওই বিজ্ঞানী আরো বলেন, 'তবে এশিয়া মহাদেশ এগুলো দেড়শো সিসির উপরে হবে না।'

অন্যদিকে ওই সামুদ্রিক বাইক সম্প্রতি ধরা পড়েছে একটি রাস্তার গর্তে জমে থাকা জলে৷ চাঞ্জল্যকর এই ঘটনায় জনমনে শংকাও দেখা দিয়েছে। তবে কি সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে পৃথিবীর শুকনো অঞ্চলে? এমন আশংকাকে উড়িয়ে দিয়ে সামুদ্রিক বাইক খুঁজে পাইয়া ওই ব্যক্তি বলেন, 'আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ শুনি রাস্তার জলের নিচে এক অদ্ভুত ডাক। অনেকটা ইঞ্জিনের ভুমভুম শব্দের মত৷ তারপরই তো ধরলাম অনেক কষ্টে।'

সামুদ্রিক বাইকটা রাস্তায় কিভাবে আসলো এটাই এখন প্রশ্ন। তবে কি কই মাছের মত এরাও একই সাথে জলে ও স্থলে চলার ক্ষমতা রাখে?

৮৫৬ পঠিত ... ২৩:৩০, জুন ১৮, ২০২০

Top