অনলাইন ক্লাসে মার্কার ছুড়ে মারতে গিয়ে মোবাইলের স্ক্রিন ভাঙলেন শিক্ষক

৬৩২ পঠিত ... ১৯:৩৬, জুন ১১, ২০২০

টিচার হয়ে যাওয়ার পর ডাস্টার দিয়ে একচেটিয়া বোম্বাস্টিক খেলা বেশ প্রাচীন ঐতিহ্য ক্লাস শিক্ষকের। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের কারণে অনলাইন ক্লাস করাতে গিয়ে নানান জটিলতার মুখোমুখি হওয়া শিক্ষকরা মার্কার বা ডাস্টার ছুঁড়ে মারতে গিয়েও ঝামেলার সম্মুখীন হচ্ছেন। এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে। অনলাইন ক্লাসে ছাত্রের উপর চটে গিয়ে মার্কার ছুড়ে মারতে গিয়ে ভেঙে ফেলেছেন নিজের মোবাইলের স্ক্রিন।

এমন ঘটনায় বেশ হত বিহ্বল হয়ে পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের বেশ শিক্ষার্থী। কাঁদো কাঁদো গলায় প্রত্যক্ষদর্শী এই শিক্ষার্থী eআরকিকে বলেন, 'স্যার ক্লাস নিচ্ছিল, আমরা সবাই ভিডিও অফ রেখে মিউট করে পাবজি খেলতেসিলাম। এরপর হুট করে স্যার ভিডিও অন করতে বললে অনেকে বেঁচে গেলেও আমাদের ফ্রেন্ড রাকিব ধরা খেয়ে যায়। তখনই দেখি স্ক্রিনে তীব্র গতিতে একটা মার্কার ছুটে আসছে। এরপর স্যারের স্ক্রিনটা অন্ধকার হয়ে গেলো, লাইনও কাইটা গেলো।'

অন্য এক মেধাবী শিক্ষার্থীর সাথে যোগাযোগ করলে তিনিও কোন সদুত্তর দিতে পারেননি। তিনি আমাদের জানান, 'আমার ভিডিও অফ ছিল। আমি মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। কী হইছে না হইছে মনে নাই। হুট করে লাইন কেটে গেছে।'

এ পর্যায়ে তিনি একটু বিস্ময় প্রকাশ করে বলেন, 'আশ্চর্য, স্যার হঠাৎ রেগে গেলো কেন?'

ঘটনার কোন সুরাহা করতে না পেরে আমরা ওই ক্লাসের ব্যাকবেঞ্চারদের শরণাপন্ন হলে খিলখিলিয়ে হাসতে হাসতে একজন জানায়, 'ভালোই হইছে। এবার এই লকডাউনের মধ্যে স্যার মোবাইলের ডিসপ্লে ঠিক করার আগ পর্যন্ত এই কোর্সের ক্লাস অফ।'

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভার্সিটিতে ভর্তির আগে এডমিশনের সময় 'তুখোড় ব্যাচ' এ থাকা কিছু স্টুডেন্ট চাঁদা তুলে স্যারকে নতুন ফোন ও শক্ত স্ক্রিন প্রটেকটর কিনে দিতে চায় বলে জানা গেছে।

৬৩২ পঠিত ... ১৯:৩৬, জুন ১১, ২০২০

Top