করোনাভাইরাস প্রতিরোধে সারা বিশ্বে এক নম্বর অবস্থানে বিটিভি

১৯১৬ পঠিত ... ১৮:০৩, জুন ০৩, ২০২০

করোনা মোকাবেলায় বিশ্বের বাঘা বাঘা দেশগুলো যখন নাজেহাল, যখন WHO-এর মত আন্তর্জাতিক সংগঠনের নাকের পানি, চোখের পানি এক হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের টিভি চ্যানেল 'বিটিভি' দেখালো এক বিরাট তেলেসমাতি কারবার! সবাইকে পেছনে ফেলে করোনা প্রতিরোধে এক নম্বর অবস্থানে উঠে এসেছে এই চ্যানেলটি। আন্তর্জাতিক করোনা প্রতিরোধ কমিটি (ICPC) এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।


কিন্তু করোনা প্রতিরোধে বিটিভির এই অভাবনীয় সাফল্যের রহস্য কি, কিভাবে তারা ঠেকাতে সমর্থ হলেন এই ভয়ংকর ভাইরাসকে? এসব প্রশ্ন নিয়ে আমরা বিটিভির মহাপরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করলে জানতে পারি তিনি করনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

পরবর্তীতে বিটিভির জনৈক সংবাদ পাঠক আমাদের সাথে উক্ত বিষয়ে কথা বলেন। তিনি তার টাই ঠিক করতে করতে বলেন, 'দেখুন মাননীয় সাংবাদিক ভাই, আসলে মাননীয় ভাইরাসকে আটকানো এত সহজ ছিলো না। তবুও মাননীয় আমরা আমাদের মাননীয় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছি।' এটুকু বলে তিনি দুইটা খুকখুক কাশি দিয়ে বলেন, 'সরি মাননীয় ভাই। আসলে মাননীয় বলাটা মাননীয় অভ্যাস হয়ে গেছে। কিছু মাননীয় করবেন না।'

যেকোনো সাফল্যের পেছনে থাকে কঠোর মাননীয় অধ্যাবসায়, এমনটা উল্লেখ করে তিনি বলেন, 'খবরের মাননীয় স্ক্রিপ্ট পড়তে পড়তে মাননীয় মুখে ফ্যানা উঠে যায় আমাদের৷ লেখাগুলো মাননীয় অবাস্তব বলে পড়তে মাননীয় কষ্ট হয়। তবুও মাননীয় আমরা বার বার পড়ি- দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে। আর এভাবেই নিয়ন্ত্রণে থাকে করোনার মত ভয়ংকর ভাইরাস।'

একটা মিথ্যা একশবার বললে সেটা একসময় সত্যে রূপান্তরিত হয়, এমনটা জানিয়ে তিনি আরো বলন, 'আপনাকে মাননীয় বিশ্বাস করতে হবে যে সব মাননীয় নিয়ন্ত্রণে আছে। বারবার মনের মধ্যে মাননীয় বলতে হবে যে, সব মাননীয় নিয়ন্ত্রণে আছে। একসময় দেখবেন মাননীয় আসলেই সব নিয়ন্ত্রণে আছে!'

এদিকে বিটিভির এই সফলতার খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি, সিএনএনসহ আরো নামিদামি সংবাদ মাধ্যম বিটিভির বার্তা প্রধানের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বিটিভির এই নিউজটি দেখামাত্র টুইট করে বলেন, 'আমেরিকার করোনা পরিস্থিতি এবং বর্ণবাদের পরিস্থিতি, দুটোর খবরই বিটিভির মাধ্যমে প্রচার করতে চাই। বিটিভি ছাড়া মনে হয় না আর কেউ পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে!'

১৯১৬ পঠিত ... ১৮:০৩, জুন ০৩, ২০২০

Top