বাংলা ভাষায় নতুন প্রবাদ 'কাঁচা ধানে মই দেয়া' যুক্ত করলেন টাঙ্গাইলের এমপি

১২৯৫ পঠিত ... ২১:৩৩, এপ্রিল ২৮, ২০২০

বাংলা ভাষা সমৃদ্ধকরণের এক প্রকল্পের আওতায় নতুন একটি প্রবাদ যুক্ত করেছেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি। গতকাল (২৭ এপ্রিল) স্থানীয় বেশ কিছু নেতাকর্মীসহ নিজ আসনের এক কৃষকের জমির কাঁচা ধান কেটে তিনি বাংলা ভাষার ইতিহাসে এই অনন্য বিপ্লবটি সাধিত করেন। ঐতিহাসিক এই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন তিনি। ধারণা করা হয়, একদম হাতে-কাস্তে করে দেখিয়ে এই প্রথম কোনো ভাষায় একটি নতুন প্রবাদ যুক্ত করা হলো।

নতুন প্রবাদ যুক্তকরণের এমন মুন্সিয়ানায় তানভীর হাসান ছোট মনির প্রশংসা করেছেন বাংলার প্রবাদ প্রবচনের অন্যতম পথিকৃত খনা। তিনি তানভীর হাসানকে 'আধুনিক বাংলার কাঁচা খনা' উপাধিতে ভূষিত করেন। তানভীর হাসানের বিষয়ে তিনি আরো বলেন, 'অনেক প্রবাদ বানিয়েছি। কিন্তু এভাবে দিনাদিনি প্রবাদ আমিও বানাতে পারতাম না। অনেক পর্যবেক্ষণের পর বানাতে হতো। রাতারাতি দারুণ কিছু করার অভিজ্ঞতা ছাড়া দিনাদিনি এভাবে কেউ প্রবাদ যুক্ত করতে পারে না।'

'পাকা ধানে মই দেয়া' শীর্ষক একটা প্রবাদ তো আমাদের আগেও ছিলো। আপনি নতুন করে কাঁচা ধানে মই দেয়া কেন বানালেন? আমাদের এমন জিজ্ঞাসায় কাঁচা খনা ওরফে ছোট মনি বলেন, 'আসলে আমার গরুটারে খাওয়ানোর জন্য কাঁচা ঘাস পাইতেছি না। সেজন্য ওই ব্যাটার জমি থেকে কিছু কাঁচা ধান গাছ নিচ্ছিলাম গরুকে খাওয়ানোর জন্য। কে যেন ভিডিও করে ছেড়ে দিয়েছে। তবে বিষয়টা যে খারাপ হইছে, তাও বলা যাবে না। শুনলাম পাকা ধানে মই দেয়া প্রবাদটা নাকি আপডেট হয়ে কাঁচা ধানে মই দেয়া হয়ে গেছে! হাহাহা, কী জোস! এই সুযোগে দেখি এবার কোন পুরষ্কার-টুরষ্কার সিস্টেম করতে পারি কিনা। এখন তো একুশে পদক বাংলা একাডেমি এইসব পুরস্কার পাওয়া কম্পারেটিভলি ইজি...'

শুধু এতটুকুই নয়, বাংলা ভাষার আরও কিছু প্রবাদ আপডেট করতে চান বলে জানালেন তিনি, 'মাথায় কয়েকটা নতুন প্রবাদ ঘুরছে, যেমন- পরের ধানের পোদ্দারি, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধান...'

এছাড়াও কাঁচা ধান কাটার ব্যাপারে কিছু মতামত দেন তিনি, 'পাকা ধান কাটার চেয়ে কাঁচাটা কাটা সহজ। কাটার পর কার্বাইড দিয়ে পাকিয়ে নিলেই তো কোনো সমস্যা দেখি না।'

তানভীর হাসান ছোট মনির দলীয় এক সিনিয়রের কাছে বাংলা ভাষায় অবদানের জন্য 'একুশে পদক' পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'একুশ কেন! তানভীর আমাদের ভাই-ব্রাদার। সে চাইলে একশটা পদক দিমু তারে।'

এরপর তিনি তানভীরের উদ্দেশ্যে 'ওরে নবীন ওরে আমার কাঁচা' টাইপ কিছু লাইন আবৃত্তি করা শুরু করলে আমাদের প্রতিবেদক দ্রুত ওই জায়গা ত্যাগ করেন।

১২৯৫ পঠিত ... ২১:৩৩, এপ্রিল ২৮, ২০২০

Top