বাংলাদেশি ভিআইপিদের জন্য ভিআইপি ভাইরাস আনার ঘোষণা দিলো নভেল করোনাভাইরাস

৯৬৮ পঠিত ... ২২:৩৬, এপ্রিল ২২, ২০২০

বিশেষ আইসিইউ সুবিধাসহ বাংলাদেশি ভিআইপিদের আলাদা হাসপাতাল প্রস্তুতের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালকে দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেডলি প্রস্তুত করা হচ্ছে (খবর: সারাবাংলা)।

ইন্টারনেটের ভাইরাসদের মাধ্যমে এই খবর নভেল করোনাভাইরাসের কাছে পৌঁছালে বেশ অপমানবোধ করেন নভেল করোনাভাইরাস পরিবারের ভিআইপি ভাইরাসরা। এই অপমানের বদলা নিতে বাংলাদেশি ভিআইপিদের জন্য দ্বিগুণ শক্তিশালী করোনাভাইরাস পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয় নভেল করোনা ভাইরাসের এক বিশেষ কেবিনেট মিটিংয়ে।

নভেল করোনাভাইরাস দক্ষিণ এশিয়া শাখার চিফ অফ কমান্ডার, সেন্ট্রাল চিফ অফ কমান্ডারের বরাত দিয়ে বলেন, 'ভিআইপি মুভমেন্টের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকা বাংলাদেশি জনগণের কাজ, আমাদের না। স্পেশাল ব্যবস্থা করে আমাদের হাত থেকে বেঁচে যাবে ভাবলে ভুল করছে তারা। আমরা আমাদের কাজই ঠিকই চালিয়ে যাবো। ভিআইপি জন্য ভিআইপি ট্রিটমেন্ট আসছে!'

ইতোমধ্যে স্পেশাল ফোর্সের দ্বিগুণ শক্তিশালী কয়েক প্লাটুন করোনাভাইরাস বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, 'মিশন বাংলাদেশি ভিআইপির জন্য সব রকম প্রস্তুতি আমাদের আছে। ইংল্যান্ডে বরিস জনসন ও রানীর শরীরে বসবাসের অভিজ্ঞতা সম্পন্ন দ্বিগুণ শক্তিশালী ভাইরাসের প্লাটুন ইতোমধ্যে ইংল্যান্ড থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সিলেটের লন্ডনি এক ভাইয়ের মাধ্যমে তারা ঢাকায় প্রবেশ করবে।'

অপমানের গলাভাঙা জবাব দেয়ার হুশিয়ারি দিয়ে নভেল করোনাভাইরাসের সেন্ট্রাল চিফ অফ কমান্ড বলেন, বাদ যাবে না একটি ভিআইপিও!'

৯৬৮ পঠিত ... ২২:৩৬, এপ্রিল ২২, ২০২০

Top