১৮ বছর ব্রাহ্মণবাড়িয়ায় থাকার অভিজ্ঞতা নিয়েই FBI-এ চাকরি পেলো যুবক

৭৩৯ পঠিত ... ১৯:২৪, এপ্রিল ১৯, ২০২০

সারা বিশ্বে যখন করোনার কারণে বাড়ছে বেকারত্ব, ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক চাকরি পেলো আমেরিকান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন মানে এফবিআই-এ।

এফবিআই-এর বিশেষ শাখায় বিশেষ নিয়োগ পাওয়া এই যুবকের অভিজ্ঞতা হিসেবে জানানো হয়, টানা ১৮ বছর ব্রাহ্মণবাড়িয়ায় কাটিয়েছেন তিনি।

এছাড়াও অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রায় অর্ধশতবার লাঠিসোটা নিয়ে সক্রিয়ভাবে মারামারিতে অংশগ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

এফবিআই পরিচালক জানান, 'করোনার পর বৈশ্বিক রদবদলে চীনের কাছে নিজেদের অবস্থান হারানোর শঙ্কা থেকেই এমন নিয়োগ। অনেক বিবেচনা করে আমরা দেখেছি, বিজ্ঞানী, কূটনৈতিক, ব্যবসায়ী দিয়া আসলে কোন কাজ হয় না। মাইরের উপ্রে আসলেই কোন ঔষধ নাই।'

উত্তেজনার বশে এক পর্যায়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় বলেন, 'আর অতলা আজাইরা বাইরাস ছড়াইছে দেইক্যা করোনার পরে চীনরে তাফাদা দিয়া দরুম।'

মেক্সিকোর সাথে দেয়াল তোলার ব্যাপারে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল প্ল্যানের অংশও তিনি আমাদের জানান। ট্রাম্পের বরাত দিয়ে তিনি আমাদের বলেন, 'মেক্সিকোর সাথে দেয়াল তোলা নিয়া বহু ঝামেলা হইছে। আন্তর্জাতিক সমালোচনা, দেয়াল তোলার খরচসহ নানান সমালোচনায় বিরক্ত হয়ে এই প্ল্যান নিয়েছি আমি। ব্রাহ্মণবাড়িয়া এই স্পেশাল অফিসারই ট্যাডা-বল্লম নিয়ে থাকবে এই দায়িত্বে। দেখি মেক্সিকো থেকে কে ভিত্রে ঢোকে!'

এইসব কাজে ব্রাহ্মণবাড়িয়ার লোক ছাড়া অন্য কোন বিকল্প নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া থেকে রেগুলার বেসিসে এফবিআই-তে অফিসার নিয়োগ দিবো আমরা। আগ্রহীরা যেন নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি অথবা আমার টুইটের দিকে চোখ রাখে।'

৭৩৯ পঠিত ... ১৯:২৪, এপ্রিল ১৯, ২০২০

Top