করোনা রোগীর স্পর্শযুক্ত পাঁচ লক্ষ টাকা রাস্তায়, ফেরত নিতে অস্বীকৃতি জানালেন মালিক

৬১৯ পঠিত ... ১৫:৪৭, মার্চ ২৯, ২০২০

করোনায় শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। যেন হুট করে হারিয়ে গেছে মানুষের কোলাহল। কিন্তু এর মধ্যেও একটা জিনিস হারায়নি, সেটা হল মানবতা। আর এই মানবতার প্রমাণ দিলেন স্বয়ং একজন করোনায় আক্রান্ত রোগী। তিনি রাস্তায় পেয়েছেন নগদ পাঁচ লক্ষ টাকা। টাকাগুলো আত্মসাতের চিন্তা না করে ওই করোনা রোগী খুঁজে বের করেছেন টাকার মালিককে৷ তবে টাকার মালিক ওই টাকা ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

জানা যায়, ওই করোনায় আক্রান্ত রোগী আনমনে হেঁটে হেঁটে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার উদাসী চোখ আটকে যায় রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগের দিকে। তিনি ব্যাগটি খুলে পাঁচ লক্ষ টাকা এবং মালিকের একটি আইডি কার্ড দেখতে পান। সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে টাকাগুলো তিনি ফেরত দিবেন।

আমরা মোবাইলে যোগাযোগ করলে ওই করোনা রোগী শুষ্ক কাশি দিয়ে হতাশ কন্ঠে বলেন, 'এইজন্য মানুষের উপকার করতে হয় না। টাকার মালিক আমাকে তার বাসায় ঢুকতে দেয় নাই। ন্যূনতম ভদ্রতা বলে কিছু আর এই সমাজে নাই। তার বাড়ির সামনে সোয়া দুই ঘন্টা আমি টাকার ব্যাগ হাতে দাঁড়ায়া ছিলাম। কেউ বাইরে আসেনাই। এক কাপ চা পর্যন্ত খাইতে দেয়নাই। আরে, আমি চাইলে ওই টাকা দিয়া আমেরিকা যায়া চা খাইতে পারতাম।'

আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ওইখানে পাঁচ লক্ষ টাকাই আছে, এমন প্রশ্নে রোগী বলেন, 'ভাই আমি নিজের হাতে ছ্যাপ দিয়া টাকা একটা একটা করে গুনেছি৷ আঙ্গুল জিভে লাগাইতে লাগাইতে হাত ব্যথা হয়ে গেছে। এত যে কষ্ট করে টাকাগুলান গুনলাম, কোনো লাভ হইলো বলেন?'

ওই টাকা দিয়ে কোনো কিছু কিনেছেন কিনা জানতে চাইলে তিনি মৃদু হেসে বলেন, 'ভাই, এই টাকা আমি খাইলে জাহান্নামেও আমার জায়গা হবে না। আমি চাই টাকাগুলান ভাল কাজে ব্যয় হোক। সরকার চাইলে আমি করোনায় আক্রান্তদের চিকিৎসায় টাকাগুলান দান করতে চাই।' এ সময় তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি ফোন রেখে দিতে দিতে অস্ফুট স্বরে বলেন, 'টাকার ব্যাগটা কই গেলো...'

অন্যদিকে টাকার মালিকের সাথে কথা বলতে গেলে তিনি আতঙ্কিত কন্ঠে বলেন, 'ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে গেছে ভাই। দরজার ফুটা দিয়া তাকায়া দেখি ওই লোক দুই হাতে টাকার বান্ডিল দোলাইতেছে। কোথা থেকে আসছেন জিজ্ঞেস করলে উত্তরে বলল যে তিনি করোনা ইউনিটে ভর্তি ছিলেন৷ টাকা ফেরত দিতে চান। এরপর আমরা কেউ আর দরজা খুলি নাই। '

এদিকে আইইভিসিআর এর পক্ষ থেকে জানানো হয়, ওই রোগী গত সপ্তাহে হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে পালিয়েছেন। মূলত পালানোর সময়ই তিনি রাস্তায় কুরিয়ে পেয়েছেন টাকার ব্যাগ৷ এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

৬১৯ পঠিত ... ১৫:৪৭, মার্চ ২৯, ২০২০

Top