ঘরে থাকতে থাকতে বউয়ের সাথে প্রেম, অতঃপর প্রেমিকার সাথে হলো ছাড়াছাড়ি

১৭২১ পঠিত ... ১২:২২, মার্চ ২৯, ২০২০

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক হিসেব নিকেশের পাশাপাশি পরিবর্তন হয়ে যাচ্ছে জীবনের অনেক হিসেবও। এরমধ্যে কিছু ইতিবাচক পরিবর্তনও হচ্ছে। কোয়ারেন্টিনে ঘরে থাকতে থাকতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, সম্পর্কের উন্নতিও দেখা গেছে অনেকের জীবনে। এরই মধ্যে জানা গেছে, সাত দিন একসঙ্গে থাকায় বউয়ের সাথে প্রেম হয়ে গেছে এক বিবাহিত যুবকের। তবে দুঃখজনকভাবে এই সময়ে তার প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটে।

পুরোদস্তুর বউয়ের প্রেমে পড়ে যাওয়া সেই যুবক এই ঘটনাকে প্রকৃতির স্বাভাবিকতা ফিরে আসার সাথে তুলনা করে বলেন, 'করোনাভাইরাস পৃথিবীর জলবায়ু ও প্রকৃতির স্বাভাবিকতা ফিরিয়ে দিচ্ছে। পৃথিবীর আকাশে কমে যাচ্ছে কার্বন। ফলে, মনের আকাশ থেকেও প্রেমিকা সরে গিয়ে বউয়ের জায়গা দখল পৃথিবীরই একটি স্বাভাবিক প্রক্রিয়া। এমন প্রেম নিয়ে যেমন রাজনীতি করার কিছু নেই, তেমনি এর পেঁছনে কুটনৈতিক কোন কারণ খোঁজারও কিছু।'

কেউ কেউ বলছেন ভিন্ন কথা। eআরকি থেকে ফোন করা হয় এমনই একজনকে। তিনি বেশ নিচু গলায় বলেন, 'বউয়ের সাথে প্রেম না হওয়ার আসলে কোন কারণ নেই। দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন যখন আপনি বউয়ের সাথে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই আপনি প্রেমিকার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন না। বাধ্য হয়েই আপনাকে বউয়ের সাথেই প্রেম করতে হবে।'

বেশ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, 'করোনা কবে যে একটু করুনা করবে!'

তবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বউদের কাছ থেকেও। এমনই একজন আমাদের বলেন, 'আমার বরের মাঝে যে এত ভালোবাসা ছিলো করোনা না আসলে টেরই পেতাম না। আগে টের পেলে প্রেমিককে আগেই বাদ দিতাম।'

এক্ষেত্রেও ভিন্নমত পোষণ করেন অনেক নারীরা। এমনই একজন আমাদের জানান, 'একটা পুরুষকে একা সহ্য করা আসলে বেশ কঠিন। সারাক্ষণ দেয়ালে লেপটে থাকা একটা টিকটিকিকে মানা গেলেও বিছানায় লেপটে থাকা জামাই রূপি টিকটিকিকে মানা যায় না! করোনাটা কুইট করলেই তারে তার এক্সটার্নাল কুইনের সাথে ভাগাভাগি করে নিবো!'

আবার প্রেমিকারাও ভাবছেন একটু অন্যভাবেই। একজন অবিবাহিত প্রেমিকা জানান, 'মেসেঞ্জারে এত ছেলেদের নক! এর মধ্যে একজনের সঙ্গেই প্রেম করা খুবই কঠিন হয়ে গেছে। ভাগ্যিস কোয়ারেন্টিনের আগেই বিয়ে করিনি! এখন অনেক সময় নিয়ে ভেবেচিন্তে আগানো যাবে...'

১৭২১ পঠিত ... ১২:২২, মার্চ ২৯, ২০২০

Top