বিপিএল দেখার ভয়েই ক্যামেরাসহ পালিয়ে যায় ড্রোন, ধরা পড়ার পর রিমান্ডে স্বীকারোক্তি

৮৮১ পঠিত ... ২০:০০, ডিসেম্বর ১৮, ২০১৯

বিপিএল দেখার ভয়ে দর্শকরা মাঠে আসছিলো না শুরু থেকেই। একমাত্র দর্শক ছিলো সম্প্রচারের কাজে নিয়োজিত ড্রোন। তবে এবার পালিয়ে গেলো সেই অসহায় ড্রোনটিও। 'বিশ্বাসঘাতক' এই ড্রোনকে জীবিত বা মৃত খুঁজে দিতে পারলে দশ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করে বিসিবি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ফেরারি সেই ড্রোনকে খুঁজে পাওয়া গেছে। স্টেডিয়ামের পূর্বদিকের ফ্লাডলাইটে তাকে খুঁজে পাওয়া যায়।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হারিয়ে যাওয়া এই ড্রোনটি কোথায় গিয়েছিল, তা এখনো জানা যায়নি। তবে ড্রোন-বিশেষজ্ঞদের মতামত, বিপিএলের বাজে ক্রিকেট দেখতে দেখতে অতিষ্ট হয়েই ড্রোনটি কর্তৃপক্ষের অগোচরে মাঠ ছেড়ে পালায়। সাথে নিয়ে যায় ক্যামেরাকেও।
এ বিষয়ে বিসিবির একজন কর্তাব্যক্তি জানান, 'দর্শক খেলা দেখে না বুঝলাম৷ দর্শকরা মানুষ। তাদের অনুভূতি আছে। তাদের খারাপ লাগে। কিন্তু ও তো ড্রোন। ও কেন বিশ্বাসঘাতকতা করবে। ও তো খেলা দেখার জন্য টাকাও পায়।'

এ সময় তিনি আরও বলেন, 'ওকে রিমান্ডে নেয়া হয়েছে। কারণ দর্শাতেও বলা হয়েছে। অচিরেই তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে।'

সেই শাস্তি কী হতে পারে, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, 'বিপিএল তো দেখতেই হবে, সেই সঙ্গে শাস্তি হিসাবে ড্রোনটাকে টানা সাতদিন বিপিএলের হাইলাইটস দেখানো হবে।'

ওদিকে ড্রোনটাকে খুঁজে পাওয়ার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর জজ ড্রোনটির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। পীথাগোরাসের সূত্র থেকে পাওয়া একটি তথ্য অনুযায়ী, রিমান্ডে ড্রোনটি জানায়, 'এত কষ্ট আর সহ্য করতে পারি না। আমাকে ফাঁসি দিয়ে দেন। ঐ বোরিং বিপিএল মানুষ আরাম করে বসে বসেও দেখতে চায় না। আমি সারাদিন উড়ে উড়ে এতরকম অ্যাংগেল থেকে কেমনে দেখি? ড্রোন বলে কি আমি মানুষ না? এর চাইতে মরে যাওয়াও, সরি, ব্যাটারির চার্জ চলে যাওয়াও অনেক ভালো।'

এ সময় সে আরও আক্ষেপ করে কেঁদে উঠে (পাখা দিয়ে কান্নার মতো শব্দ করে) বলে, 'আপনারা চাইলেই মাঠে না এসে থাকতে পারেন। টিভি বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমি তো ড্রোন, আমাকে জোর করে খেলা দেখতেই হয়।'

এ পর্যায়ে ড্রোনটি ব্যাটারি খুলে ফেলে সুইসাইড করার চেষ্টাও করে।

রিমান্ডে ড্রোনটিকে কড়া শাস্তির মধ্যে রাখা হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যেই পূর্ববর্তী সবগুলো বিপিএলের সব খেলা দেখানোর পাশাপাশি দোষ প্রমাণিত হলে মাহফুজুর রহমানের লাইভ কনসার্টেও তাকে ডিউটিতে পাঠানো হতে পারে।

৮৮১ পঠিত ... ২০:০০, ডিসেম্বর ১৮, ২০১৯

Top