৯৪ লাখ টাকার গাড়ি পাচ্ছেন সরকারের শীর্ষ কর্মচারীরা, একবারে হেলিকপ্টার দেয়ার প্রস্তাব

৩৪১৭ পঠিত ... ২০:২২, ডিসেম্বর ১৭, ২০১৯

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর গ্রেড ১ ও ২ পর্যায়ের কর্মচারীরা প্রত্যেকে ৯৪ লাখ টাকার গাড়ি পাবেন। তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরির দামে অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও পাবেন বিভিন্ন মডেলের গাড়ি। খবর: প্রথম আলো।

সরকারি কর্মকর্তাদের জন্য সরকারের পাশাপাশি জনগণ হিসেবে আমাদেরও মন কাঁদে। তারা আছে বলেই তো আমরা নাগরিক সুবিধা পাই! হয়তো একটু উপঢৌকন দেয়া লাগে, কিন্তু পাই তো! সরকারি কর্মচারীদের প্রতি এই ভালোবাসা থেকেই তাদেরকে গাড়ির বদলে একেবারে হেলিকপ্টার দেয়ার প্রস্তাব দিয়েছে সাধারণ জনগণ ।

সরকার হিসেবি বাবার মতো তাদেরকে একটু কম কম দিতে চাচ্ছেন, এমন দাবি তুলে হাসতে হাসতে একজন বলেন, 'সরকার তো একটু হিসেব করবেই! কিন্তু সরকারি কর্মকর্তারা হচ্ছে পরিবারের বড় ছেলে, তাদেরকে কম কম কেন দিবো! একটু বেশি দেয়ার জন্য আমরা অনুরোধ না করলে কে করবে? আসেন সবাই মিলে সরকারকে অনুরোধ করি তাদেরকে একটা করে হেলিকপ্টার দিতে।'

অন্য একজন বলেন, 'এত হিসেব ভালো না! আর অল্প কিছু টাকা খরচ করলেই তো হেলিকপ্টার পাওয়া যাবে! কয়েকটা টেকা বাঁচানোর স্যারদের মন ভেঙ্গে দেয়ার কোন মানে হয়!'

ভিআইপি মুভমেন্টের জন্য বিজয় সরণি সিগন্যালের জ্যামে বসে থাকা একজন বলেন, 'এই যে আমাদেরকে ওরা জ্যামে বসিয়ে রাখে, এমনিতে তো আর বসিয়ে রাখে না! কাজ-কর্মের জন্যই বসিয়ে রাখে! কিন্ত আমরা তো জানি, আমাদেরকে এভাবে বসিয়ে রাখতে ওদের মন কতটা কাঁদে! ওদের একটা হেলিকপ্টার দিলে জ্যামটাও আর হয় না! আমাদের জন্যও ওদের মনটা আর কাঁদবে না, কষ্টটাও করা লাগবে না!'

এই সময় বাসভর্তি সবাই ভদ্রলোকের কথায় সায় দিয়ে নিজেরাও সরকারের কাছে হেলিকপ্টারের জন্য অনুরোধ করেন।

জনগণের এমন দাবি সরকারের কাছে পেশ করতে গেলে সেখানে থাকা এক সরকারি শীর্ষ এক কর্মকর্তা সরকারের বড় ক্ষতি হয়ে যাবে ধারণা করে হেলিকপ্টার নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, 'না না! এখন আর ঝামেলা করার দরকার নাই! গাড়িই থাক। হেলিকপ্টার না হয় পরেই নেয়া যাবে। সেজন্য প্রত্যেকজনের বাসায় হেলিপ্যাড নির্মাণের ভাতা, হেলিকপ্টারের জন্য পাইলট রাখার আলাদা টাকা, এসব বিলও তো পাশ করাতে হবে, নাকি?'

৩৪১৭ পঠিত ... ২০:২২, ডিসেম্বর ১৭, ২০১৯

Top