বিপিএলে চালু হচ্ছে পাড়ার ক্রিকেটের আইন 'যে ছয় মারবে সে বল আনবে'

৬৯৮ পঠিত ... ২০:২৩, ডিসেম্বর ১৩, ২০১৯

গ্যালারি ফাঁকা, বিপিএলের মাঠে নেই কোনো দর্শক। এই নিয়ে অন্যরকম এক শংকায় ভুগছে বিসিবি। না, ভুল ভাবছেন৷ টিকিট বিক্রি না হওয়া কোনো ব্যাপার না, বিসিবির কি টেকার অভাব? মাঠে দর্শক না থাকায় সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দিয়েছে তা হলো, প্লেয়াররা ছয় মারলে গ্যালারি থেকে বল ফেরত পাঠাচ্ছে না কেউ। কিভাবে পাঠাবে, কোনো লোকই যে নেই।

সুতরাং এমন পরিস্থিতিতে খুব দ্রুতই চালু হতে পারে পাড়ার ক্রিকেটের সেই বহু পুরাতন নিয়ম- 'যে ছয় মারবে, বল কুড়িয়ে সে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা eআরকিকে জানান, 'যে প্লেয়ার ছয় মারবে, সে এক দৌড়ে গিয়ে বল নিয়ে আসলেই তো হয়। আইনটা খারাপ কি? ছোটবেলায় আমরা খেলার সময় এভাবেই খেলেছি।'

কিন্তু বিপিএলের মত এরকম জাতীয় পর্যায়ের খেলায় এই আইন চালু হলে লোকে হাসাহাসি করতে পারে এমনটা বলা হলে ঐ কর্মকর্তা বলেন, 'আরে ভাই হাসবে টা কে? মাঠে তো হাসার মত কোনো দর্শক নাই। আর টিভিতে যে দুয়েকজন খেলা দেখে তাদের জন্য প্লেয়ার বল আনতে যাওয়ার সময়টাতে বিজ্ঞাপন দিয়ে দিলেই হবে।'

তবে এই আইন ছাড়াও বিসিবিকে অনেকেই অনেক রকম পরামর্শ দিচ্ছে। কেউ বলছে গলির ক্রিকেটের নিয়ম মেনে 'ছয় মারলেই আউট' নিয়ম হোক। তাহলে ব্যাটসম্যানরা ছয়ই মারবে না, ফলে খেলা হয়ে উঠবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আবার অনেকেকে বলছেন, ছয় মারতে পারে এমন প্লেয়ারদেরকে বিপিএল থেকে বাদ দিয়ে দিতে। অনেকের আইডিয়া, টি টুয়েন্টি নয়, বিপিএল হোক টেস্ট।

তবে এ বিষয়ে মাঠের খেলোয়াড় বিশেষ করে ব্যাটসম্যানদের চিন্তা একটু বেশিই। নিজেই বল নিয়ে আসার আইন হলে দৌড়াতে হবে যে তাদেরই! মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল বলেন, 'ছয় মারার পর বল ফেরত দেয়ার জন্য লোক নিয়োগ দিলেই তো হয়। টেনিস, ফুটবল এসব খেলায় তো বল ফেরত দেয়ার জন্য বলবয় থাকেই। ক্রিকেটে থাকতে সমস্যা কোথায়?'

ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে ব্রো-খ্যাত ব্যাটসম্যান ইমরুল কায়েস জানান, 'এটা আমি আগেই জানতাম। তাই তো এক বলে ছয় না মেরে পুরো এক ইনিংসে সিঙ্গেল নিয়ে মোট ৬ রান করাতেই আমার আগ্রহ বেশি।'

মুশফিক দিচ্ছেন অন্য বুদ্ধি। তিনি চান, উইকেটে স্ট্যাম্পের বদলে গ্যালারির সামনের দেয়ালে চক দিয়ে স্ট্যাম্প একে খেলা হোক। তাহলে পেছনে বলই যাবে না। কুড়িয়ে আনার ঝামেলাও নেই।

ডাকবাবা আফ্রিদি বলেন, 'ছয় মারলে আবার গিয়ে বল নিয়ে আসার রিস্ক এড়াতে প্রথম বলেই শূন্য রানে আউট হওয়াই আমার প্রথম পছন্দ।' দ্বিতীয় ও তৃতীয় পছন্দ কী, এমনটা জানতে চাইলে মুচকি হেসে আফ্রিদি বলেন, 'দ্বিতীয় পছন্দ হলো দ্বিতীয় বলে আউট হওয়া। তৃতীয় পছন্দ তৃতীয় বলে আউট হওয়া।'

৬৯৮ পঠিত ... ২০:২৩, ডিসেম্বর ১৩, ২০১৯

Top