অনলাইন সেলিব্রেটিদের আর শুধু লাইক কমেন্ট খেয়ে বেচে থাকা লাগবে না

১০৯৯ পঠিত ... ১৯:১০, ডিসেম্বর ০৭, ২০১৯

যুগে যুগে ফেসবুকে পচানির শিকার হওয়া ফেসবুক সেলিব্রেটিদের সুদিন ফিরে আসলো শেষপর্যন্ত। শুধু ওয়ার্ক এট ফেসবুক নয়, এবার সত্যি সত্যিই চাকরি পেতে যাচ্ছেন অনলাইনে রাতদিন বিনা বেতনে খেটে যাওয়া এই নিঃস্বার্থ কর্মীরা। মার্ক জাকারবার্গের পায়ে নয়, এবারে তারা দাঁড়াবে নিজেদের পায়েই। এমনটাই জানা গেছে রাজধানী ঢাকার এক খাম্বার গায়ে লাগানো পোস্টার থেকে। কোনো নাম না জানা ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন সেলিব্রেটিদের চাকরি দিতে যাচ্ছে আকর্ষণীয় বেতনে।

হ্যাঁ, এটি কোনো ফেক পোস্ট নয়, ঠিকই শুনেছেন! এবার ফেসবুক সেলিব্রেটিরা বেতনও পাবে। তাদেরকে আর লাইক-কমেন্ট-শেয়ার খেয়ে জীবনধারণ করা লাগবে না। যোগ্যতা হিসাবে হাজার হাজার ফলোয়ারও লাগবে না, শুধু হতে হবে স্মার্ট মিষ্টভাষী ও শিক্ষিত। এই তিনটা যোগ্যতা থাকলে আপনিই পেয়ে যাবেন ফেসবুক সেলিব্রেটির চাকরি আর আয় করবেন আকর্ষণীয় বেতন।

এরকম চাকরির অফার সংবলিত পোস্টার দেখার পর আমাদের eআরকিতে কর্মরত কতিপয় ফেসবুক সেলিব্রেটি eআরকি ছেড়ে চলে যান। যাওয়ার সময় তারা বলে যান, 'আর eআরকিতে লাইক কমেন্টের আশায় খেটে যাওয়া নয়৷ এবার আয় করব নগদ টাকা।'

 

এরপর তাদেরকে দ্রুতবেগে দৌড়ে অতীশ দীপঙ্কর সড়ক, বাসাবোর দিকে যেতে দেখা যায়। উল্লেখ্য, পোস্টারে বলা চাকরি আপনি ঢাকার এই জায়গাটিতে গেলেই পাবেন৷

এ বিষয়ে বিখ্যাত কয়েকজন ফেসবুক সেলিব্রেটির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি৷ এ রকম একজন সেলিব্রেটি সোহাইল রহমানকে ফোন দিলে তিনি আনন্দিত গলায় বলেন, 'হুররে, চাকরিটা এবার পেয়ে যাবো বেলা শুনছো। আমাকে আর আটকাতে পারবে না৷'

আরেক সেলিব্রেটি আরিফ আর হোসাইন একটি বারকোডের ছবিওয়ালা ফেক আইডি বলেন, 'সকালেই চাকরির সন্ধানে বাসাবো চলে এসেছি। এখানে এসে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। চাকরির জন্য যতজন ফেসবুক সেলেব লাইন ধরে হাজির হয়েছে, আমার পোস্টেও তো এত লাইক পড়ে না! আমাদের দেশটা মাশাল্লাহ কিউট আছে। দেশের জনগণগুলো আরো বেশি।'

১০৯৯ পঠিত ... ১৯:১০, ডিসেম্বর ০৭, ২০১৯

Top