ব্যাটসম্যান মোসাদ্দেককেই ব্যাটম্যান হিসেবে দেখতে চায় বাংলাদেশি ক্রিকেটভক্তরা

২১৮ পঠিত ... ২০:০৪, মে ১৮, ২০১৯

সম্প্রতি জানা গেছে বিশ্বখ্যাত সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘টোয়াইলাইট’ দিয়ে ভ্যাম্পায়ার হিসেবে খ্যাতি পাওয়া রবার্ট প্যাটিনসন। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাটম্যান ভক্তদের মাঝে দেখা গেছে তুমুল প্রতিক্রিয়া। ডার্ক নাইট ট্রিলজিতে ক্রিশ্চিয়ান বেলের দুর্দান্ত অভিনয়ের পর ব্যাটম্যান চরিত্রে বেন এফ্লেককে নিয়েও ছিল মিশ্র প্রতিক্রিয়া। এরপর রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তবে গতকালের ম্যাচে মোসাদ্দেকের ব্যাটের পাওয়ার দেখে ব্যাটম্যান চরিত্রে তাকেই দেখার দাবি জানিয়েছে বাংলাদেশি ক্রিকেটভক্তরা।

বারবার ফাইনালে গিয়েও হেরে আসা বাংলাদেশ দল অবশেষে ১৭ মে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জেতে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক ওয়ার্থ এন্ড লুইস নিয়মে ২৪ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২১০ রান। শুরুতে ৫ ওভারে ৫০ রান হয়ে গেলেও পরপর দুই উইকেট এবং ১০০ রানের পর কম সময়ের ব্যবধানে আরও তিন উইকেট চলে গেলে আরও একটি ফাইনাল হেরে যাবার শঙ্কা ভর করে ভক্তদের মনে। এক পর্যায়ে প্রয়োজন ছিল ৪ ওভারে ৩৯ রান। তখনই ঝলসে ওঠে মোসাদ্দেকের ব্যাট। দুই চার ও পাঁচ ছক্কায় মাত্র ২৪ বলে দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি এবং প্রথম কোন ফাইনাল জেতে বাংলাদেশের ছেলেরা।

চার ছয় আর দমাদম 'মাইর’ এ ভরা মোসাদ্দেকে ব্যাটিংশৈলী দেখেই চারপাশে দাবি উঠেছে তাকে ব্যাটম্যান চরিত্রে দেখার। জয়ের পর উছ্বসিত এক ক্রিকেটভক্ত বলেন, ‘ব্যাটম্যানকে আমরা দেখেছি গোথাম শহরকে বিপদমুক্ত করতে, তেমনি মোসাদ্দেক ফাইনালে রক্ষা করেছেন বাংলাদেশ দলকে। এই ইনিংসটা একটা সুপারহিরোর মতন ইনিংস। মোসাদ্দেককে তাই দেখতে চাই পর্দার সুপারহিরো হিসেবে। ব্যাটসম্যানই এইবার হবে ব্যাটম্যান।’

এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত জানতে আমরা কথা বলি এক চলচ্চিত্র বোদ্ধার সাথে। তিনি আমাদের বলেন, ‘দেখুন, আজকের যুগে মেথড অ্যাক্টিংয়ের কোন বিকল্প নেই। চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করতে পারলেই না সেটি হবে আদর্শ অভিনয়। ক্রিশ্চিয়ান বেল তেমনটা করতে পেরেছিলেন, তাই সবাই তাকে পছন্দ করেছিল। এখন মোসাদ্দেক সেটি ভালো মতোই পারবেন বলে বিশ্বাস।’ কখনোই অভিনয় না করা মোসাদ্দেক কীভাবে এমন একটি হেভিওয়েট চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে জানতে চাইলে এই বোদ্ধা বলেন, ‘যেভাবে কাল হার্ডহিটারের চরিত্রে অভিনয় করলেন! ক্যারেক্টারের ভিতর ঢুকে গেছিলেন যেন! হাতে একটা ব্যাট নিয়ে ব্যাটম্যান চরিত্রে তিনি অনায়াসেই ঢুকতে পারবেন বলে আমাদের ধারণা। মেথড অ্যাক্টিংয়ের অনন্য নিদর্শন হয়ে থাকবে এটি।’

এ ব্যাপারে কথা বলতে eআরকি যোগাযোগ করেছিল রবার্ট প্যাটিনসনের সাথে। তিনি কোন মন্তব্য করতে রাজি না হলেও, পরিচালক ম্যাট রিভসের মন্তব্য পাই আমরা। তিনি বলেন, ‘আমি মোসাদ্দেককে কাস্ট করার ব্যাপারে ফোন পেয়েছি। এমন একজন ব্যাটসম্যানই ব্যাটম্যান হিসেবে ভালো হবে। তবে ভাবছি বিশ্বকাপটা দেখব। আম্পায়ার আর ভ্যাম্পায়ারদের ওপর কোনো বিশ্বাস নেই।’

২১৮ পঠিত ... ২০:০৪, মে ১৮, ২০১৯

Top