পুতিনকে আমিই বলেছিলাম...

৮০২ পঠিত ... ১৭:৫২, ফেব্রুয়ারি ২৪, ২০২২

Putin-ke-am-bolechilam

বাংলাদেশ ক্রিকেটে বলেন একজন, করেন বাকিরা। সে একজন কে তা তো আপনার জানেনই। তবে এবার ক্রিকেট ছাড়িয়ে নাজমুল হাসান পাপনের ক্রেডিট ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। এবার তিনি মহামান্বিত ‘আমিই বলেছিলাম’ বাণী দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে। স্বয়ং পুতিন নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে এমনটা নিশ্চিত করেছেন। 

বিষয়টি বিস্তারিত জানতে চাইলে পুতিন বলেন, ‘উনি আমাকে ক্রিকেটে মনোযোগ বাড়াতে বলেছেন। ফার্স্ট ক্লাসে ভালো করলে পাইপলাইন দিয়ে দ্রুত ন্যাশনাল টিমে নিয়ে আসবেন বলেও বলেছেন। পাশাপাশি বলেছিলেন, ‘আমি যেন প্রতি ম্যাচে সেঞ্চুরি করি সেজন্য তিনি ম্যাচের আগে আমাকে ‘আমিই বলেছিলাম’ মোটিভেশন দিবেন।’

পুতিন জানান, তার পুরো জীবন জুড়েই পাপনের ‘আমিই বলেছিলাম’ মোটিভেশনের প্রভাব রয়েছে। পুতিন যখন কেজিবি এজেন্ট ছিলেন তখন থেকেই তার জীবনের পাপনের আবির্ভাব শুরু হয়। পুতিন বলেন, ‘কেজিবি এজেন্ট থেকে ধীরে ধীরে যেদিন নিজেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবিষ্কার করি। এদিন তিনি স্বপ্নে এসেছিলেন। এসেই আমাকে বলেছিলেন, ‘তোকে আমিই বলেছিলাম প্রেসিডেন্ট হতে।‘

এভাবে ‘আমিই বলেছিলাম’ বলে পাশে থাকার জন্য পাপনকে ধন্যবাদ দেন তিনি। পুতিন বলেন, ‘উনি না থাকলে যে কী হতো! আমি হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারতাম না। মস্কোর গুলিস্তানে গেঞ্জি বিক্রি করতাম আর বিকেল বেলা মস্কো নাট্যমঞ্চে গিয়ে ক্রিকেট খেলতাম।’

৮০২ পঠিত ... ১৭:৫২, ফেব্রুয়ারি ২৪, ২০২২

Top