ব্ল্যাক হোলের ছবি দেখে হতাশ বাংলার ফেসবুকাররা, ক্যামেরা পাল্টানোর দাবি

১২৬১৮ পঠিত ... ২২:০৩, এপ্রিল ১০, ২০১৯

প্রথমবারের মতো জোতির্বিজ্ঞানীরা প্রকাশ করলেন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্ববরের আলোকচিত্র। আমাদের মহাবিশ্ব বোঝার ক্ষেত্রে ব্ল্যাক হোলের ছবি তুলতে পারাটা একটি মাইলফলক বলে বিবেচিত হচ্ছে।

ছবিতে দেখা যায় হলদে রঙের ধুলো ও গ্যাসের একটি চক্র প্রকাণ্ড ব্ল্যাকহোলটিকে ঘিরে আছে। মেসিয়ার ৮৭ ছায়াপথের মাঝখানে, পৃথিবী থেকে ৫ কোটি ৫০ লক্ষ আলোকবর্ষ দূরে এর অবস্থান। ব্ল্যাকহোলটি ৪ হাজার কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং আমাদের পৃথিবী থেকে ৩০ লক্ষ গুন বড়।

প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি প্রকাশ পাচ্ছে, মিডিয়ায় এ নিয়ে প্রকাশিত নানান খবরে বাংলার ফেসবুকারদের মধ্যে এই ছবি সম্পর্কে চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্তু ছবিটি প্রকাশিত হওয়ার পরে হতাশ হয়ে পড়েছেন প্রায় সবাই। একজন বলেছেন, 'রাতের বেলা নকিয়া ২৬০০ দিয়া রাস্তার লাইটের ছবি তুললেই তো এর চেয়ে ভালো দেখা যায়। এত পয়সা খরচ করে নাসা এই ফ্যাকশা ছবি তুলছে? আজাইরা সব।'

ফেসবুকারদের মধ্যে বেশিরভাগই এমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নোয়াখালির সাইফুল বলেন, 'আমাদের মাটির চুলা জ্বলার সময় ডিফোকাস করে দিলে এইরকমই দেখায়। এত আয়োজন করে এইরকম একটা সিম্পল ছবি তোলার মানে বুঝলাম না।' ঢাকার একজন নারী জানান, 'ক্যান্ডিক্যাম ইউজ করে তুললে ছবিটা এরকম অর্ডিনারি হইতো না আই গেস। বাট এটলিস্ট একটা সুন্দর ফিল্টার  ইউজ করতে পারতো!' একজন গৃহিণী জানান, 'এর চেয়ে ভালো ছবি তো আমার ছোট ছেলেও তুলতে পারে।'

এদিকে ব্ল্যাকহোলের এই ছবি দেখে বিরক্ত বাংলাদেশ ডিএসএলআর মালিক পরিষদ। তাদের একজন মুখপাত্র উত্তেজিত হয়ে আমাদের বলেন, 'নাসার ফটোগ্রাফাররা কি ঠিকমতো ফোকাসটাও করতে জানেন না? কি একখান ডিফোকাসড ছবি তুলছে! লাইট ঠিক হয় নাই, অ্যাপারচার তো একেবারেই ঠিক ছিল না। ব্ল্যাক হোল বেচারা জীবনে এই প্রথম একটা ছবি তুললো, সে তো এই ছবি ইন্সটায় দেয়া দূরের কথা, ফেসবুকে প্রোফাইল পিকচারও দিতে পারবে না! আজ যদি সেই নক্ষত্রটা বেঁচে থাকতো!'

এই পর্যায়ে তিনি নাসার ফটোগ্রাফারদেরকে তার ফটোগ্রাফি পেজে লাইক দেয়ার আহ্বান জানান এবং যেকোনো অ্যাস্ট্রনমিকাল ফটোগ্রাফির জন্য ২০% ছাড় ঘোষণা করেন।

কিছু ফেসবুকারের ধারণা, এই ছবিটি আসলে ব্ল্যাক হোলের ভোটার আইডি কার্ডের ছবি। তবে নেতিবাচক মন্তব্যের বাইরে অন্যরকম কিছু মন্তব্যও রয়েছে। এক তরুণ আফসোস করে বলেন, 'দুনিয়া কই চলে গেছে, মানুষ ব্ল্যাক হোলের ছবি পর্যন্ত তুলে ফেলতেছে, অথচ আমার বন্ধুরা একটা প্রোফাইল পিকচার তুলে দিতে বললে সেইটাও ঠিকঠাক তুলতে পারে না।' 

১২৬১৮ পঠিত ... ২২:০৩, এপ্রিল ১০, ২০১৯

Top