৪০তম বিসিএস পরীক্ষার আবেদনকারীদের নিয়ে গঠিত হচ্ছে 'ইউনাইটেড স্টেটস অফ বিসিএস'

৫৪৭৪ পঠিত ... ১৬:৫৫, নভেম্বর ১৬, ২০১৮

নতুন দেশ জন্মের হাতছানি, একটি ঐতিহাসিক ঘটনা। এ ঘটনা সুদূর উগান্ডা বা সিয়েরা লিওনে নয়, ঘটতে যাচ্ছে আপনার আমাদের বাংলাদেশেই। ৪০তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে পূর্বের সমস্ত রেকর্ড। সংখ্যাটা ৩ লাখ ৯০ হাজার, যা পৃথিবীর ৫৫ টা দেশের জনসংখ্যা থেকে বেশি। যা আমাদের পাশের দেশ মালদ্বীপের জনসংখ্যার সমান। সেই ফলশ্রুতিতেই ৪০তম বিসিএসের সমস্ত আবেদনকারীকে নিয়ে শীঘ্রই গঠিত হচ্ছে নতুন দেশ, ইউনাইটেড স্টেট অফ বিসিএস।

'বিসিএসের প্রশ্ন ও সল্যুশন গ্রুপের' এডমিন জনাব ছলিম উদ্দিন তার একটি স্ট্যাটাস বিজ্ঞপ্তিতে এই সঙবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, একটা রাষ্ট্র গঠনের জন্য যে তিনটি উপাদান দরকার হয়, তার মধ্যে অন্যতম হলো জনসংখ্যা যা আমাদের আছে। পৃথিবীর ৫৫ টি দেশ যদি আমাদের থেকে কম জনসংখ্যা নিয়ে রাষ্ট্র গঠন করতে পারে তাহলে আমরা কেন নয়?

এ সময় আমাদের রিপোর্টার ছলিম ভাইকে, 'রাষ্ট্রের বাকি দুইটা উপাদান কি?' জিজ্ঞেস করলে তিনি বলেন, 'এক মিনিট দাঁড়ান, আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে এসে বলতেছি।' পরে উনাকে অনেকক্ষণ যাবৎ অনলাইন দেখালেও কোনো রিপ্লাই পাওয়া যায়নি!

এ বিষয়ে পরে আমরা আরেকটি বিখ্যাত গ্রুপ 'বিসিএস ত্রিভুজ'-এর মডারেটরের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের গ্রুপই একমাত্র আসল গ্রুপ। ছালিম উদ্দিনের গ্রুপ নকল। ওদের সাথে কোনো আবেদনকারীর সমর্থন নাই। আমরা দেশ গঠন করতে যাচ্ছি এটা সত্যি। সবকিছু রেডি করা হয়ে গেছে। আমাদের সংবিধান হবে এমপিথ্রি গাইড। ভাষা হবে সহজ সাধারণ জ্ঞান সংকেত। আমাদের গ্রুপের এডমিন প্যানেলই নতুন রাষ্ট্রে সরকার গঠন করবে। অন্য গ্রুপগুলোর এডমিনদের রটানো গুজবে বিশ্বাস করবেন না। ওরা সর্বোচ্চ বিরোধী দল হতে পারে।'

নতুন এই রাষ্ট্রের মূল গঠনতন্ত্র কী হবে, তা জানতে চাওয়া হলে তিনি জানান, 'এই রাষ্ট্রের মূলনীতি হবে, আমি তোমাকে ভালোবাসি। এতে যা যা বোঝায়-

আম= আমি।
তামাক= তোমাকে।
ভোলা= ভালো।
বাশ= বাসি।

এই চারটি শব্দের মধ্যে আবার লুকিয়ে আছে চারটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান।

১. অরুণা কোন ফলের প্রজাতি- আম।
২. ৩১ মে কি কি মুক্ত দিবস- তামাক।
৩. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা- ভোলা।
৪. সবচাইতে বড় ঘাসের নাম- বাশ।

এভাবে রাষ্ট্রের মূল গঠনতন্ত্রও জানা যাবে, আবার কিছু জেনারেল নলেজও মুখস্থ হলো।'

এ পর্যায়ে কারেন্ট অ্যাফেয়ার্স খুজতে যাওয়া ছলিম ভাই আমাদের প্রতিনিধিকে ফোন করে বলেন, 'আসলে কোন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে এই তথ্যটি আছে সেটা খুজে পাওয়া যাচ্ছে না। তবে খোঁজ অব্যাহত আছে বলে তিনি জানান। তাকে এ সময় 'বিসিএস ত্রিভুজ' গ্রুপের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'ওরা দুই নাম্বার গ্রুপ। আসল গ্রুপ আমরাই। ওদের সাথে আমাদের বোঝাপড়া হবে যুদ্ধের ময়দানে, মানে পরীক্ষার হলে।'

ঐ গ্রুপ সংবিধান ঠিক করে ফেলেছে জানালে ছলিম ভাই বলেন, 'আমরাও পিছিয়ে নেই। আমরা পতাকা ঠিক করে ফেলেছি। জি ৮ ভুক্ত দেশগুলোর পতাকা জোড়া লাগিয়ে আমাদের ইউনাইটেড স্টেটস অফ বিসিএসের পতাকা বানানো হবে।

এ সময় উনার কাছে জি-৮ ভুক্ত দেশের নামগুলো কী, প্রশ্ন করলে, উনি আবারো 'এক মিনিট খাড়ান আজকের বিশ্ব দেখে এসে জানাচ্ছি' বলে হারিয়ে যান।

নতুন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে অনেকেই বিসিএস কিংবদন্তি অশান্ত পালের নাম সাজেস্ট করেছেন। ধারণা করা যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ বিসিএস পৃথিবীর বুকে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। যে দেশের সকলেই হবে সরকারি কর্মচারি। সবাই হবেন ক্যাডার। এমনকি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য মন্ত্রী এমপিরাও ক্যাডারভুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে, যা পৃথিবীর ইতিহাসে আগে কোথাও কখনো দেখা যায়নি।

*মূল আইডিয়া: সৌমিক আকঞ্জি

[এটি একটি স্যাটায়ার নিউজ। এটাকে বিশ্বাস করা তো দূরের কথা, অবিশ্বাস করারও প্রশ্নই আসে না!]

৫৪৭৪ পঠিত ... ১৬:৫৫, নভেম্বর ১৬, ২০১৮

Top