সিএনজি চালকদের দাবির প্রেক্ষিতে পাঠাও-এর বদলে আসছে 'উঠাও'

১৩৮২ পঠিত ... ০৯:৩২, নভেম্বর ২১, ২০১৭

পাঠাও-উবারের মতো অ্যাপনির্ভর সার্ভিস বন্ধের দাবিতে ২৭ নভেম্বর থেকে আন্দোলনে নামছে সিএনজি অটোরিকশা চালক সমিতি। সিএনজি অটোরিকশা চালকদের জন্য রাজপথ ছেড়ে দিতে তাই পাঠাও গ্রহণ করেছে এক অভিনব পদ্ধতি। পাঠাও-এর বদলে এবার তারা আনতে যাচ্ছে অ্যাপনির্ভর হেলিকপ্টার সার্ভিস 'উঠাও'। পাঠাও কর্তৃপক্ষ এক অ্যাপনির্ভর সঙবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, 'সড়কপথে সাধারণ মানুষ যাতায়াতের জন্য পাঠাওকেই বেশি কার্যকর মনে করায় সিএনজি চালকরা কিঞ্চিৎ কষ্ট পেয়েছেন। তাদের এই আন্দোলনের পুরোটাই আসলে রাগ না, অভিমান। তাই সিএনজির জন্য সড়কপথ ছেড়ে দিয়ে আমরা আকাশপথেই নাগরিকদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। পাঠাও এখন শুধু পাঠাবেই না, উঠাবেও! আকাশপথে এখনও পর্যন্ত কোনো অটোরিকশা সার্ভিস নেই। আশা করি এতে উনাদের কোনো আপত্তি থাকবে না।'

প্রকল্পের অংশ হিসেবে পাঠাও রাইডাররা এখন পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠাও রাইডার বলেন, 'পাঠাও-এর মূল লক্ষ্যই হলো বিট দ্য ট্রাফিক, জ্যামকে হারিয়ে লক্ষ্যে পৌঁছানো। তবে ঢাকার জ্যামের যা অবস্থা, ট্রাফিকরে বিট করা সড়কপথে আমরা যতটা চাই ততটা সম্ভব না বলেই মনে হচ্ছিল। এজন্যই আমরা এখন যাত্রীকে উঠাবো এবং পাঠাবো। হেলিকপ্টার চালানোর আংশিক ট্রেনিং তো বাইক চালিয়ে অনেকদিন ধরেই করছিই। আমরা যা চালাই, তা মোটামুটি উড়ে যাওয়ার মতোই। তবে পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়েই আকাশে উড়তে চাই, আশা করি সমস্যা হবে না।'

'উঠাও' প্রকল্পের অংশ হিসেবে ঢাকা ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশেষ হেলিপ্যাড স্থাপনের কাজও চলছে বলে জানা গেছে। তবে ভবিষ্যতে আকাশপথেও জ্যাম দেখা গেলে যাত্রীদের ল্যান্ডিংয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে যাত্রীদের বিশেষ প্যারাসুটের ব্যবস্থাও করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানান।

এদিকে পাঠাও-এর বদলে উঠাও সার্ভিস চালু হওয়ার ঘোষণায় সিএনজি চালক সমিতির আকাশপথ সংক্রান্ত বিশেষ গবেষক দল শীঘ্রই তাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করবে বলে জানিয়েছে। একজন সিএনজি চালকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি আর্তনাদ করে বলেন, 'পাঠাও যাইয়া এইবার উঠাও! উঠায় নাও রে আল্লাহ... উঠায় নেও!' তবে দেশের অভ্যন্তরীন বিমান কোম্পানিগুলো দ্রুত অ্যাকশনে যাওয়ার কথা ভাবছে, এমন তথ্য দিয়ে এক পাইলট বলেন, 'আন্দোলনে নামবো কিনা এই সংক্রান্ত মিটিং-এ যাওয়ার পথে অতিরিক্ত জ্যামের কারণে আমরা কেউই ঠিকঠাক পৌঁছতে পারি নি। পরে পাঠাও নিয়ে আলোচনার স্থানে পৌঁছে আমরা কিছু সিদ্ধান্তে এসেছি। আশা করি দ্রুতই এ সম্পর্কে কর্মসূচি জানাতে পারবো।'

১৩৮২ পঠিত ... ০৯:৩২, নভেম্বর ২১, ২০১৭

Top